Advertisement
০৪ মে ২০২৪
Kalyan Banerjee

Kalyan Banerjee: ইচ্ছা করেই হাওড়ায় পুরভোট করতে দিচ্ছেন না রাজ্যপাল, জগদীপকে আক্রমণ কল্যাণের

শনিবার হাওড়ার সলপে ‘দুয়ারে চিকিৎসক’ কর্মসূচি গিয়ে ‘মমতা ক্লিনিক’-এর সূচনা করেন কল্যাণ।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ২১:১৩
Share: Save:

হাওড়া বিল নিয়ে নবান্ন-রাজভবন সঙ্ঘাতের মাঝে এ বার রাজ্যপাল জগদীপ ধনখড়কে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় একটি কর্মসূচিতে গিয়ে ধনখড়কে কড়া ভাষায় আক্রমণ করে কল্যাণ বলেন, ‘‘বিজেপি-র চাকরের পর্যায়ে চলে গিয়েছেন রাজ্যপাল।’’ বিল আটকে রেখে রাজ্যপালই হাওড়া পুরনির্বাচনে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার হাওড়ার সলপে ‘দুয়ারে চিকিৎসক’ কর্মসূচি গিয়ে ‘মমতা ক্লিনিক’-এর সূচনা করেন কল্যাণ। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়ও। ওই মঞ্চ থেকে রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কল্যাণ বলেন, ‘‘বিজেপি-র কত বড় ক্যাডার তিনি, প্রমাণ করে দিয়েছে জগদীপ ধনখড়। ইচ্ছাকৃত ভাবে হাওড়ায় পুরনির্বাচন করতে দিচ্ছেন না উনি। বিল আটকে রেখে হাওড়ার মানুষেরই ক্ষতি করছেন রাজ্যপাল।’’

এখানেই শেষ নয়। আগামী লোকসভা নির্বাচনে রাজ্যপালকে লড়ারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণ। তাঁর কথায়, ‘‘রাজনীতি করার ইচ্ছে হয়েছে ওঁর। লোকসভায় লড়ে দেখাক শ্রীরামপুর কেন্দ্র থেকে। আড়াই লক্ষ ভোটে হারাব।’’

বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দেগে কল্যাণ বলেন, ‘‘ডোমজুর আজ অপশাসনহীন ও মস্তানবিহীন এলাকা। নির্বাচনের আগে এক সময়ের মন্ত্রী ও ডোমজুরের প্রাক্তন বিধায়ক অনেক অত্যাচার করেছেন। তৃণমূল তা রুখে দিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kalyan Banerjee Jagdeep Dhankar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE