সম্পত্তিকর, লাইসেন্সের পরে এ বার জমি এবং বাড়িরমিউটেশনের ক্ষেত্রেও অনলাইন পরিষেবা চালু করল হাওড়াপুরসভা। পুরসভা সূত্রের খবর, আগামী পয়লা ডিসেম্বর থেকে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের পোর্টালে গিয়েবাসিন্দারা মিউটেশনের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের আর সশরীরে হাওড়া ময়দানে পুরভবনে কিংবা বরো অফিসেআসতে হবে না। অনলাইন আবেদনের ক্ষেত্রে যে কোনও রকম সহায়তায় পুরসভার দেওয়া ৭০০১৫৩১৫০৩— এই হেল্পলাইন নম্বরে ফোনও করা যাবে।
পুর কর্তৃপক্ষ জানাচ্ছেন, বাসিন্দাদের সুবিধা বাড়ানো এবং জমি-বাড়ির মিউটেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা, মূলত এই দুই লক্ষ্যে অনলাইন পরিষেবা চালু করা হচ্ছে। আবেদনকারীদের প্রথমে পুর ও নগরোন্নয়ন দফতরের পোর্টাল www.wburbanservices.org-তে রেজিস্টার করতে হবে। এর পরে নিজস্ব মোবাইল নম্বর বা ইমেল নথিভুক্তির মাধ্যমে তাঁরা ‘ইউজ়ার আইডি’ তৈরি করে আবেদন করতে পারবেন। এ ছাড়া, ‘বাংলা সহায়তা কেন্দ্রে’ গিয়েও আবেদন করা যাবে।
এক পুরকর্তা বলেন, ‘‘অনলাইনে সহায়তার প্রয়োজন হলেবাসিন্দারা সংশ্লিষ্ট বরো অফিসে অথবা পুরসভার কেন্দ্রীয় কার্যালয়ের কর নির্ধারণ বিভাগের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতেপারবেন। আবেদনের পরে যে সব নথিপত্র চাওয়া হবে, সেগুলি দিতে হবে। উত্তরাধিকার সূত্রেমিউটেশনের জন্যও কিছু নথি জমা করতে হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)