জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশী প্রৌঢ়কে খুন! চার বছর আগের ওই ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চুঁচুড়া আদালত। শুক্রবার হুগলি জেলা আদালতের বিচারক অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন।
মূল ঘটনাটি ঘটে ২০২১ সালের জুন মাসে। হুগলির রবীন্দ্রনগরের অন্তর্গত পশ্চিমপাড়া এলাকায় থাকতেন মহাদেব হাওলাদার। ২০২১ সালের ২৩ জুন মহাদেবের ছেলে কার্তিক হাওলাদার চুঁচুড়া থানায় বাবার খুন হওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তাঁর বাবাকে বেধড়ক মারধর করেছেন তাঁদেরই প্রতিবেশী স্বপন হাওলাদার। সঙ্গে কাটারি দিয়ে কোপানোও হয়েছে ওই প্রৌঢ়কে। মারধরের জেরে মৃত্যু হয়েছে মহাদেবের। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে চুঁচুড়া থানার পুলিশ। অভিযোগের তিন মাসের মধ্যে তদন্তের চার্জশিট জমা দেওয়া হয়। শুরু হয় বিচারপ্রক্রিয়া।
আরও পড়ুন:
মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অরূপ চট্টোপাধ্যায়। এই মামলায় মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। শেষমেশ চার বছর পর গত ১৯ সেপ্টেম্বর হুগলি জেলা আদালতে আসামিকে দোষী সাব্যস্ত করেন বিচারক কৌস্তভ মুখোপাধ্যায়। শুক্রবার তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অন্যথায় আরও ছ’মাস কারাদণ্ডের নির্দেশ। মামলায় মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘খুব দ্রুততার সঙ্গে পুলিশ এই মামলার তদন্ত শেষ করেছে। তাই এত তাড়াতাড়ি মামলার নিস্পত্তি করা সম্ভব হয়েছে।’’