খেলার মাঠ বাড়াতে মঙ্গলবার দুপুরে ‘বেআইনি ভাবে’ গাছ কাটার অভিযোগ উঠল আরামবাগের ১৫ নম্বর ওয়ার্ডের একটি ক্লাবের বিরুদ্ধে। একটি আম গাছ-সহ কিছু ডুমুর, সজনে ইত্যাদি গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে বন দফতর ঘটনাস্থলে গিয়ে একটি আম গাছের কাটা অংশ এবং গাছ কাটার যন্ত্রআটক করে।
বন দফতরের আরামবাগ রেঞ্জ অফিসার আসরাফুল ইসলাম বলেন, “গাছ কাটার অনুমতি ছিল না। ক্লাব কর্তৃপক্ষের নামে জরিমানা-সহ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
এলাকার বাসিন্দা গুণধর মণ্ডলের অভিযোগ, “জায়গাটা বিকে রায় ফার্মের। ক্লাবের ছেলেরা সেটা দখল করে কখনও ক্লাবের মাঠ, কখনও পার্ক করবে জানিয়ে গাছ কাটছিল। কিছু লোককে উচ্ছেদও করতে চাইছে তারা। এ দিন গাছ কাটা শুরু হতেই বাধা দেওয়া হয়েছে”।
অন্য দিকে, ক্লাবের তরফে বলা হয়েছে, ক্লাবের মাঠ বড় করার জন্য বিকে রায় ফার্ম কর্তৃপক্ষের কাছে গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছে। একটি মাত্র আম গাছ ছাড়া অধিকাংশ ডুমুর ও সজনে গাছ বলেই বন দফতরের অনুমতি নেওয়া হয়নি। সে জন্য ক্লাব থেকে জরিমানাও দেওয়া হয়েছে। বিকে রায় ফার্মের অনুমতিপত্রের কপিও জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)