নয়া মোড় নিল ডোমজুড়ের মাকড়দহে জেলফেরত যুবককে হত্যার ঘটনা। ওই কাণ্ডে এখনও পর্যন্ত এক মহিলা-সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যার জেরে সম্পূর্ণ ভিন্ন দিকে বাঁক নিয়েছে রবিবার সকালে ডোমজুড়ে ঘটে যাওয়া ওই হত্যাকাণ্ড।
রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ বাড়ি থেকে স্কুটিতে চড়ে বেরিয়েছিলেন ডোমজুড়ের মাকড়দহের বাসিন্দা তাপস গলুই (৪৫)। বাড়ি থেকে কিছুটা দূরে দুই দুষ্কৃতী তাঁকে খুব কাছ থেকে গুলি করে খুন করে। তাপসের শরীরে মাথা-সহ মোট পাঁচ জায়গায় গুলি লেগেছে। ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই কাণ্ডে প্রাথমিক ভাবে পিকু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পিকুকে জেরা করে পূর্বাশা মাঝি নামে হাওড়ার সলপের এক মহিলাকেও গ্রেফতার করেছে পুলিশ। পূর্বাশাকে জেরা করে তাপস হত্যায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।