দেড় মাস ধরে নিখোঁজ ছিলেন যুবক। প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে, তাঁকে শ্বশুরবাড়িতে খুন করে গভীর নলকূপে তাঁর দেহ লোপাট করা হয়েছে। খুনের অভিযোগে গ্রেফতার যুবকের স্ত্রী, শ্বশুর, শ্যালক এবং ভায়রাভাই। মৃতের নাম রবীন বিরাজ। হুগলির জাঙ্গিপাড়া থানার রাধানগর গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরে জাঙ্গিপাড়ার কানাইপুরে শ্বশুরবাড়িতে থাকছিলেন রবীন। দেড় মাস আগে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন বিরাজ। তাঁর ভাই থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, বিরাজকে খুন করা হয়েছে। তাদের সন্দেহ গিয়ে পড়ে মৃতের স্ত্রী অপর্ণা বিরাজের উপরে। পুলিশের আরও অনুমান, কানাইপুর এলাকার কৃষিজমিতে সেচের জন্য যে নলকূল রয়েছে, তার গর্তে বিরাজের দেহ ফেলে দেওয়া হয়েছে। এখন সেই গভীর গর্ত থেকে দেহ উদ্ধারের প্রস্তুতি চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে, রবীন তাঁর স্ত্রীকে বিয়ের পর থেকে মারধর করতেন। অতিষ্ঠ হয়ে স্ত্রী বাপের বাড়ি চলে যান। সেখানে গিয়েও চলত অত্যাচার। মনে করা হচ্ছে, তার জেরেই রবীনকে খুন করেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। রবিবার চার জনকে গ্রেফতার করে শ্রীরামপুর আদালতে হাজির করানো হয়েছে। আদালত তাঁদের চার দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে। ধৃতদের নিয়ে দেহ উদ্ধারের চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ।