Advertisement
২০ এপ্রিল ২০২৪
TMC

কোন্নগরে প্রবীরের নামে ‘দাদার অনুগামী’ পোস্টার

এ বার উত্তরপাড়ার ‘বেসুরো’ বিধায়ক প্রবীর ঘোষালের নামেও একই রকম পোস্টার পড়ল কোন্নগরে। নীচে লেখা, ‘দাদার অনুগামী’।

প্রবীর ঘোষালের নামে পোস্টার। —নিজস্ব চিত্র।

প্রবীর ঘোষালের নামে পোস্টার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোন্নগর শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ০৭:৫৭
Share: Save:

কিছুদিন আগে সিঙ্গুরে স্থানীয় তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি সমেত পোস্টার পড়েছিল। নীচে লেখা ছিল ‘আমরা মাস্টারমশাইয়ের অনুগামী’। এ বার উত্তরপাড়ার ‘বেসুরো’ বিধায়ক প্রবীর ঘোষালের নামেও একই রকম পোস্টার পড়ল কোন্নগরে। নীচে লেখা, ‘দাদার অনুগামী’। বৃহস্পতিবার সকালে কোন্নগরের ঘোষালবাগান, বাটার মোড়, শকুন্তলা কালীবাড়ি-সহ বেশ কিছু জায়গায় ওই পোস্টার পড়ে।
এ প্রসঙ্গে প্রবীর বলেন, ‘‘আমি এলাকায় কাজ করেছি। মানুষ মনে করেছেন, আমার পাশে থাকবেন। সেই কারণে তাঁরা পোস্টার সাঁটিয়েছেন।’’ জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব অবশ্য বলেন, ‘‘এই রকম কৌশল করে কিছু করা যাবে না। ওঁকে শো-কজ় করা হয়েছে।’’
দলবিরোধী মন্তব্য করার জন্য গত মঙ্গলবারই প্রবীরকে শো-কজ় করেন দলের শীর্ষ নেতৃত্ব। ফের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রবীর বৃহস্পতিবার বলেন, ‘‘এই দলে ভাল লোকের জায়গা নেই।’’ তবে, তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা, তা স্পষ্ট করেননি। যথারীতি সার্টিফিকেট দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। এ দিন আরামবাগে শুভেন্দুর রোড-শো ছিল। সে প্রসঙ্গ তুলে প্রবীর বলেন, ‘‘হুগলিতে শুভেন্দু অধিকারীর প্রভাব পড়বে। ঝড় বয়ে যাবে। তার প্রমাণ আরামবাগের মিছিলে দেখা গিয়েছে। অপেক্ষায় থাকুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Prabir Ghoshal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE