বাইক চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। আচমকাই আওয়াজ, মুহূর্তের মধ্যে তিনি নিয়ন্ত্রণ হারালেনবাইকের। নিজেকে কোনও মতে সামলে নিলেও যুবক দেখলেন, পা থেকে রক্ত বেরোচ্ছে। দূর থেকেছোড়া গুলি তাঁর পা ছুঁয়ে বেরিয়ে গিয়েছে।
রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাঁতরাগাছিতে। পুলিশ সূত্রের খবর, বাপন বেরা নামে ওই যুবক এ দিন সাঁতরাগাছি ঝিল সংলগ্ন এলাকা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে আচমকাই গুলি চলে।স্থানীয়েরা ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে সাঁতরাগাছি থানার পুলিশ ও পুলিশকর্তারা ঘটনাস্থলে আসেন। বাপনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কেন তাঁর উপরে হামলা করা হল, তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি, এলাকার কয়েক জন যুবককেও ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে। আরওঅনেকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পরীক্ষা করা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ।
সূত্রের খবর, এলাকা দখলকে কেন্দ্র করে সমাজবিরোধীদের দুই গোষ্ঠীর বিবাদে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ওই দুই গোষ্ঠীর পুরনো বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আরও অভিযোগ, দুষ্কৃতীদের একটি দল হামলা চালায়। যাঁর উপরে হামলা হয়েছে, তিনিও অপর দলের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)