ছেলে বিজেপি কর্মী তাই তাঁর বৃদ্ধ বাবাকে টিকা না দেওয়ার অভিযোগ উঠল হুগলির তারকেশ্বরে। পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল একটি পরিবার। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত।
পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পরিতোষ বিশ্বাস। অশীতিপর এই বৃদ্ধ জানান, শুক্রবার টিকা দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। সে জন্য বৃহস্পতিবার আশাকর্মীরা বাড়িতে কুপন দিয়ে গিয়েছিলেন। সেই কুপন নিয়েই পঞ্চায়েতে টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, প্রায় ঘণ্টা তিনেক অপেক্ষা করার পর পঞ্চায়েতেরই এক অস্থায়ী কর্মী তাঁকে গালিগালাজ করে সেখান থেকে বার করে দেন। বৃদ্ধের দাবি, ওই কর্মী জানান যে হেতু তাঁর ছেলে বিজেপি করেন তাই টিকা দেওয়া হবে না। বিষয়টি পঞ্চায়েত প্রধান এবং পুলিশকেও জানান বলে দাবি বৃদ্ধের।
বৃদ্ধের ছেলে কালু বিশ্বাস বলেন, “বাবা টিকা নিতে গিয়ে লাইনে দাঁড়িয়েছিল। সেখানে সমীর সানা নামে এক জন পঞ্চায়েত কর্মী বলেন টিকা দেওয়া যাবে না। মোবাইলে যে মেসেজ গিয়েছে তার নম্বর মিলছে না। এই শুনে আমি সেখানে যাই। আমাকে দেখে তিনি বলেন, তোরা বিজেপি করিস টিকা দেওয়া যাবে না। আমি বাবাকে নিয়ে বাড়ি চলে আসি। পরে আশাকর্মীরা বলেছিলেন নিয়ে যেতে। কিন্তু আমরা আর পঞ্চায়েতে যাইনি।”
পঞ্চায়েতের উপপ্রধান আশিস সামন্ত বলেন, “এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। টিকা নিয়ে এই ধরনের ঘটনা ঘটাও কাম্য নয়। কারও সঙ্গে ব্যক্তিগত কোনও গন্ডগোল থাকতে পারে। খোঁজ নিয়ে দেখা হবে এই ধরনের ঘটনা ঘটে থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ওই বৃদ্ধ যেখানে বলবেন সেখানে টিকা দেওয়ার ব্যবস্থা করব।”
বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, “তৃণমূলের এটাই কালচার,টিকা নিয়ে যে নোংরা রাজনীতি চলছে, তা বন্ধ করা উচিত। এর জন্য যেখানে জানানো প্রয়োজন সেখানে জানাব।”