সরস্বতী পুজোর দিন যুগলদের এক সঙ্গে ঘুরতে দেখলে নেওয়া হবে ‘কড়া ব্যবস্থা’। পুজোর আগে উত্তরপাড়া-সহ শ্রীরামপুরের একাধিক জায়গায় এমন হুঁশিয়ারি পোস্টার ঘিরে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনায় অভিযোগ উঠেছিল বজরং দলের বিরুদ্ধে। যদিও সেই পোস্টার তারা দেয়নি বলেই দাবি করে বজরং দল। এ বার সেই বার্তার পাল্টা পোস্টার পড়ল। ঘটনাস্থল সেই উত্তরপাড়া।
পোস্টারের লেখা হয়েছে, ‘ভালবাসার অধিকারের উপর খবরদারি করা গেরুয়া হনুমানের দল হুঁশিয়ার’। এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পোস্টারের সেই লেখার নীচে ‘ভগৎসিং যুব ব্রিগেড’ কথাটি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিয়েও শুরু হয়েছে চাপানউতর। জানা গিয়েছে, উত্তরপাড়া খেয়াঘাটের কাছে পার্ক-সহ বিভিন্ন জায়গায় এমনই পোস্টারে ছেয়ে গিয়েছে।
অন্য দিকে, হুগলিতে প্রধানমন্ত্রীর সভার আগেই লাল পোস্টারে ভরে গিয়েছে বিভিন্ন এলাকা। উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া এবং শ্রীরামপুর শহরের বিভিন্ন জায়গায় সেই পোস্টার দেখা যায়। তাতে লেখা রয়েছে, ‘বিজেপিকে একটিও ভোট নয়। ফ্যাসিস্ট আরএসএস, বিজেপি-র বিরুদ্ধে বাংলা’। যদিও বাংলা ও ইংরেজিতে লেখা এই পোস্টারে কোনও দলেরই নাম লেখা নেই।