লোকাল ট্রেন চালুর দাবিতে এ বার দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশনে অবরোধ দেখালেন নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়। বেলা যত বাড়তে থাকে ততই উত্তপ্ত হয়ে ওঠে স্টেশন চত্বর। এর পরই নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা রেল লাইনে বসে পড়ে অবরোধ শুরু করেন। ঘটনাস্থলে যায় আরপিএফ ও জিআরপি। অবরোধের জেরে দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে আটকে পড়ে রেলের একাধিক স্টাফ স্পেশ্যাল ট্রেন।
স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের দাবি, স্টাফ স্পেশ্যালের সংখ্যা খুবই কম। ফলে কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে তাঁদের প্রচুর সমস্যা হচ্ছে। খরচও হচ্ছে বিস্তর। তাই অবিলম্বে লোকাল ট্রেন চালাতে হবে। আরপিএফ ও জিআরপি-র আধিকারিকরা অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন। সম্প্রতি পূর্ব রেলের তরফে রাজ্য সরকারকে লোকাল ট্রেন পরিষেবা চালু করার অনুরোধ জানানো হলেও অনুমতি দেয়নি রাজ্য। অবশ্য স্টাফ স্পেশ্যাল ট্রেনে যাত্রীদের ভিড় কমানোর জন্য ১৫০টি নতুন স্টাফ স্পেশ্যাল চালানোর কথা সম্প্রতি ঘোষণা করেছে রেল দফতর।