অবশেষে রাজ্য পূর্ত দফতর ও পূর্ব রেল একযোগে হাওড়ার চাঁদমারি সেতুর ফাটল মেরামতিতে উদ্যোগী হল। বুধবার সেতুর রাস্তার ফাটল দেখতে ঘটনাস্থলে যান রাজ্য সরকারের পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারেরা। ফাটল পরিদর্শনের পাশাপাশি আরও কিছুটা অংশ গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়। পূর্ত দফতরের আধিকারিকেরা রেল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেন।
পুলিশের তরফে সেতু দিয়ে ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়েছে। হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, ফাটল দ্রুত বোজাতে পূর্ত দফতর উদ্যোগী হয়েছে। বৃষ্টিতে ফাটল আরও বাড়ছে কিনা, তা-ও কয়েক ঘণ্টা অন্তর নজরে রাখছেন ইঞ্জিনিয়ারেরা। সেতুর অবস্থা বুঝে রেল সমান্তরাল আরও একটি চার লেনের সেতু তৈরি করাচ্ছে। সেই কাজের জন্যই চাঁদমারি সেতুতে ফাটল ধরল কিনা, তা-ও দেখছেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারেরা। একই সঙ্গে বাঙালবাবু সেতুর পাঁচিল যে ভাবে হেলে পড়ছে, এ দিন সেটিও দেখা হয়। হাওড়া পুরসভার চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী বলেন, ‘‘হাওড়া সিটি পুলিশকে ভারী যানবাহন নিয়ন্ত্রণ করতে বলেছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)