সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া রোগিণীর দেহ উদ্ধার হল হাসপাতালের সামনের রাস্তায়। বুধবার এ নিয়ে শোরগোল হাওড়ায় সাঁকরাইলে। বিষয়টি ‘গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে’ বলে জানাল রোগী কল্যাণ সমিতি।
স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে সাঁকরাইলের হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালের সামনে রাস্তায় এক মহিলার দেহ উদ্ধার হয়। কিছু ক্ষণ পরে জানা যায়, মৃতার নাম কল্পতি পাসওয়ান। জানা যাচ্ছে, মঙ্গলবার ওই মহিলা রাস্তায় বসে পেটের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালের রাতভর রাখা হয়েছিল। কিন্তু সকালে দেহ পড়ে থাকতে দেখা যায় হাসপাতালের সামনে। এ নিয়ে হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
মৃতার আত্মীয়েরা জানান, হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো কল্পতিকে। কিন্তু কী ভাবে রাস্তায় তাঁর দেহ পাওয়া গেল তা তাঁরা জানেন না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
অন্য দিকে, হাসপাতালে পক্ষ থেকে মৃতার পরিবারকে জানানো হয়েছে, চিকিৎসার জন্য যাওয়া ওই মহিলাকে ভর্তি নেওয়া হয়নি। তবে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে কী ভাবে তিনি রাস্তার সামনে গেলেন, সেটা কেউ জানেন না। গোটা ঘটনা জানতে তদন্ত চলছে। এ নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত বলেন, ‘‘একটি বিশেষ টিম তৈরি করে তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট হাতে যাওয়ার পরে বলা যাবে কী ঘটনা ঘটেছে।’’ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন তথা সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল বলেন, ‘‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’’