বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদ শান্তনু সেনকে ক্ষমা চেয়ে চিঠি দেওয়ার পরামর্শ দিলেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। স্বপনের মতে, ক্ষমা চেয়ে চিঠি দিলে ভিন্ন পরিস্থিতি হতে পারে। ‘অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের জন্য’ শান্তনুকে সাসপেন্ড করা হয়েছে। সংসদের বাদল অধিবেশন চলবে, আগামী ১৩ অগস্ট পর্যন্ত। ততদিন সাসপেন্ড থাকবেন ওই তৃণমূল সাংসদ। রবিবার স্বপনের ওই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
রবিবার হিন্দমোটরে একটি সংস্থার অনুষ্ঠানে যোগ দেন স্বপন। সেখানে শান্তনু প্রসঙ্গে রাজ্যসভায় বিজেপি-র ওই সাংসদ বলেন, ‘‘সংসদীয় রাজনীতিতে এক ধরনের আচরণ দরকার। কেউ যদি সেই আচরণ লঙ্ঘন করেন, তা হলে দুর্ভাগ্যক্রমে তাঁর বিরুদ্ধে সেই পদক্ষেপ করতে হয়। উনি যদি লেটার অব অ্যাপলজি পাঠান, তা হলে হয়তো বিষয়টা অন্যরকম হতে পারে।’’ এর পাশাপাশি, নাম না করে স্বপনের মন্তব্য, ‘‘সবাই যদি ভেবে থাকে আমরা যা ইচ্ছা করব, আমাদের কথা শুনতে হবে, অন্য কারও কথা শুনতে পারবে না, তা হলে খুব খারাপ অবস্থা।’’
স্বপনের মন্তব্যের জবাব দিয়েছে জোড়াফুল শিবির। তৃণমূল মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘সংসদ গণতন্ত্রের পীঠস্থান। সেখানে যে সব সাংসদ যান তাঁরা জনগণের প্রতিনিধিত্ব করেন। কেন্দ্রীয় সরকারের একের পর সিদ্ধান্ত নিয়ে বলতে গেলে সংসদে বলতে দেওয়া হয় না। এই সরকার স্বৈরাচারী সরকার।’’