রাতের অন্ধকারে রক্ষীবিহীন এটিএমে ঢুকে গ্যাসকাটার দিয়ে মেশিন কেটে লুটপাট চালাল দুষ্কৃতীরা। এর পরে পালানোর সময়ে এটিএমে আগুন ধরিয়ে দিল তারা। সেই আগুনে ছাই হয়ে গিয়েছে ভিতরে থাকা সিসি ক্যামেরাও। বুধবার এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙায়। পুলিশ জানাচ্ছে, এটিএম ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে আগেও। কিন্তু, এটিএমে এ ভাবে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা এই প্রথম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে, হাওড়া-আমতা রোডের ধারে অবস্থিত ওই এটিএমটি সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে। টাকা তোলার মেশিনটি আগুনের তাপে বেঁকে গিয়ে পড়ে আছে সামনে। ভিতর থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। এই দৃশ্য দেখেই বাঁকড়া ফাঁড়িতে ফোন করেন বাসিন্দারা।
এলাকার এক বাসিন্দা বিশ্বজিৎ মল্লিক বলেন, ‘‘এটিএমে শুধু লুটই হয়নি, প্রমাণ লোপাটের জন্য আগুন ধরানো হয়েছে। মাত্র দেড় কিলোমিটার দূরে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা কী ভাবে এতটা বেপরোয়া হতে পারে, পুলিশই বা কেন কিছু জানতে পারল না, সেটাই বিস্ময়ের।’’
হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘সম্ভবত গ্যাসকাটার দিয়ে এটিএম মেশিন কাটে দুষ্কৃতীরা। এর পরে লুটপাট করে, আগুন ধরিয়ে পালায়। তবে কত টাকা লুট হয়েছে, তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে ফরেন্সিক দলকে খবর দেওয়া হয়েছে। খবর পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কেও।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)