Advertisement
১০ জুন ২০২৪
Dengue

হুগলিতে মশার উপদ্রব কমার নাম নেই, এ বার ডেঙ্গি আক্রান্ত উত্তরপাড়ার কাউন্সিলর

শনিবারই ডেঙ্গি আক্রান্ত দুই নাবালিকার মৃত্যু হয়েছে হুগলিতে। ইতিমধ্যে হুগলিতে ডেঙ্গি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ডায়মন্ড হারবার শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ২০:২৬
Share: Save:

রাজ্যে জেঙ্গির প্রকোপ অব্যাহত। বিশেষত হুগলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে রোজ দিন। মৃত্যুও হচ্ছে। শনিবার ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন উত্তরপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জঞ্জাল বিভাগের পুরপারিষদ সুব্রত মুখোপাধ্যায়। তাঁর পরিবার সূত্রে খবর, এখন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ইতিমধ্যে হুগলিতে ডেঙ্গি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির সাংগঠনিক জেলার সদস্য স্নেহাংশু মোহন্তর অভিযোগ, ‘‘হুগলিতে ডেঙ্গি আক্রান্ত বেড়েই চলেছে। বিশেষত, বৈদ্যবাটি পুরসভা ডেঙ্গি আক্রান্তে ছেয়ে গিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘বৈদ্যবাটি পুরসভার পক্ষ থেকে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তবে তা নাম মাত্র। মশা নিধন করতে যে তেল ব্যবহার করা হয়, সেটা তেল নয় জল।’’ এখানেই শেষ নয়। বিজেপি নেতার কটাক্ষ, ‘‘যে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় তা চুন মেশানো। ব্লিচিংয়ের কোনও গন্ধ থাকে না। পুকুর, জলাশয়গুলি সমস্ত আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। পুরো এলাকাটাই আবর্জনায় ভর্তি।’’

অন্য দিকে, বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন, ‘‘এলাকা ঠিক ভাবে পরিষ্কার করা হচ্ছে। তেল স্প্রে করা হচ্ছে। আসলে সমস্যা হল মানুষ সচেতন নয়।’’ তাঁর অভিযোগ, ‘‘স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি সার্ভে করতে যাওয়া হচ্ছে। জ্বর হলে লুকিয়ে রাখছেন। জ্বর হলে লুকিয়ে যাওয়ার ফলে আমাদের সমস্যা তৈরি হচ্ছে। বিজেপি যে অভিযোগ করছে, তা সম্পূর্ণ মিথ্যা। বিরোধীদের কাজ বিরোধিতা করা। তারা মুখে বলছে। কিন্তু কোন জায়গায় কোদাল হাতে কাজ করতে গেলে তো ওদের দেখা মেলে না।’’

উল্লেখ্য, শনিবারই ডেঙ্গি আক্রান্ত দুই নাবালিকার মৃত্যু হয়েছে হুগলিতে। এই দু’জনের বাড়িই হুগলির বৈদ্যবাটিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue Hooghly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE