Advertisement
২৯ মার্চ ২০২৩
Vande Bharat Express

বন্দে ভারতের কোচে উঠে নাচ বিজেপি কর্মীদের! মোদীর সফরের আগে সেজেছে হাওড়া

শুক্রবার সকাল সাড়ে ১০টায় হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। বন্দে ভারত এক্সপ্রেসের ‘সূচনা’ ছাড়াও কয়েকটি রেল প্রকল্পেরও উদ্বোধন করার কথা তাঁর।

হাওড়া স্টেশনে হাজির বন্দে ভারত এক্সপ্রেস।

হাওড়া স্টেশনে হাজির বন্দে ভারত এক্সপ্রেস। — ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৭:০৯
Share: Save:

হাওড়া স্টেশনে নিয়ে আসা হল বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি দেখতে ভিড় করেন বহু মানুষ। এর মধ্যেই বিজেপি কর্মীদের দেখা যায় বন্দে ভারতের কোচে উঠে নাচে মেতে উঠতে।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর ঘিরে সাজ সাজ রব। আগামী ৩০ ডিসেম্বর তাঁর হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার কথা। এই উপলক্ষে হাওড়া স্টেশন কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর পদস্থ আধিকারিকেরা হাওড়ার পুলিশ কমিশনার এবং আরপিএফের পদস্থ কর্তাদের নিয়ে হাওড়া স্টেশন পরিদর্শন করেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন, জেলাশাসক মুক্তা আর্য।

যাত্রাশুরুর আগেই বন্দে ভারতের কোচে উঠে উদ্দাম নাচ বিজেপি কর্মীদের।

যাত্রাশুরুর আগেই বন্দে ভারতের কোচে উঠে উদ্দাম নাচ বিজেপি কর্মীদের। — নিজস্ব ছবি।

প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী, আগামী শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত এক্সপ্রেসের ‘সূচনা’ করবেন তিনি। এ ছাড়াও বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। আধ ঘণ্টা থাকার পর তিনি স্টেশন ছাড়বেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে হাওড়া স্টেশনের আশেপাশের রাস্তাঘাটও পরিষ্কার করা হচ্ছে। নতুন রং করা হচ্ছে রাস্তার চারপাশ এবং বঙ্কিম সেতুতে। ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার, ফিনাইল। সিটি পুলিশের পক্ষে হাওড়া স্টেশন সংলগ্ন হোটেলগুলি এবং বিভিন্ন জায়গায় খানাতল্লাশি শুরু হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.