Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Family Dispute

হাওড়ায় পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে পরিবারের সদস্যের হাতেই আক্রান্ত পুলিশ!

গোলাবাড়ি থানার অন্তর্গত ৬১ বিজয় কুমার মুখার্জী লেনের বাসিন্দা অলোক শেঠ ও ভারত শেঠের পরিবারের মধ্যে বেশ কিছু দিন ধরেই সম্পত্তি নিয়ে বিবাদ চলছে।

গ্রেফতার অলোক শেঠের স্ত্রী সান্তনা শেঠ।

গ্রেফতার অলোক শেঠের স্ত্রী সান্তনা শেঠ।

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ০২:৩২
Share: Save:

সম্পতি নিয়ে পারিবারিক বিবাদ। আর সেই বিবাদ মেটাতে গিয়েই ওই পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত তিন পুলিশকর্মী। ঘটনাটি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোলাবাড়ি থানার ৬১ বিজয়কুমার মুখার্জী লেনের বাসিন্দা অলোক শেঠ ও ভারত শেঠের পরিবারের মধ্যে বেশ কিছু দিন ধরেই সম্পত্তি নিয়ে বিবাদ চলছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। শুক্রবার দুপুরে দুই পরিবারের মধ্যে ফের ঝামেলা শুরু হয়। ভারতের অভিযোগ, শুক্রবার দুপুরে তিনি তাঁর বৌমাকে নিয়ে বাড়ি ঢুকতে গেলে অলোকের স্ত্রী সান্ত্বনা শেঠ ও ছেলে সঙ্কেত শেঠ হামলা চালায় তাঁদের উপর। এর ফলে ঝামেলা তুঙ্গে ওঠে। সেই ঝামেলা মেটাতে খবর দেওয়া হয় পুলিশে।

খবর পেয়ে ঘটনাস্থেল আসে গোলাবাড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছনোর পরেই ওই পুলিশকর্মীদের উপর আচমকা চড়াও হন অলোকের স্ত্রী ও ছেলে। অভিযোগ, দু’জনে মিলে কাটারি ও বাঁশ দিয়ে আক্রমণ চালান। অতর্কিতে আক্রমণের ফলে তিন পুলিশকর্মীই জখম হন। আহতদের মধ্যে এক জন মহিলা পুলিশকর্মীও রয়েছেন। এর পর গোলাবাড়ি থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয় একটি কাটারি, বাঁশ ও লোহার বড় হাতুড়ি। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে আহত পুলিশকর্মীদের। অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা শুরু করেছে পুলিশ।

সম্পতি নিয়ে পারিবারিক বিবাদ। আর সেই বিবাদ মেটাতে গিয়েই ওই পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত তিন পুলিশকর্মী। ঘটনাটি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোলাবাড়ি থানার ৬১ বিজয়কুমার মুখার্জী লেনের বাসিন্দা অলোক শেঠ ও ভারত শেঠের পরিবারের মধ্যে বেশ কিছু দিন ধরেই সম্পত্তি নিয়ে বিবাদ চলছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। শুক্রবার দুপুরে দুই পরিবারের মধ্যে ফের ঝামেলা শুরু হয়। ভারতের অভিযোগ, শুক্রবার দুপুরে তিনি তাঁর বৌমাকে নিয়ে বাড়ি ঢুকতে গেলে অলোকের স্ত্রী সান্ত্বনা শেঠ ও ছেলে সঙ্কেত শেঠ হামলা চালায় তাঁদের উপর। এর ফলে ঝামেলা তুঙ্গে ওঠে। সেই ঝামেলা মেটাতে খবর দেওয়া হয় পুলিশে।

খবর পেয়ে ঘটনাস্থেল আসে গোলাবাড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছনোর পরেই ওই পুলিশকর্মীদের উপর আচমকা চড়াও হন অলোকের স্ত্রী ও ছেলে। অভিযোগ, দু’জনে মিলে কাটারি ও বাঁশ দিয়ে আক্রমণ চালান। অতর্কিতে আক্রমণের ফলে তিন পুলিশকর্মীই জখম হন। আহতদের মধ্যে এক জন মহিলা পুলিশকর্মীও রয়েছেন। এর পর গোলাবাড়ি থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয় একটি কাটারি, বাঁশ ও লোহার বড় হাতুড়ি। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে আহত পুলিশকর্মীদের। অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা শুরু করেছে পুলিশ।

অন্য বিষয়গুলি:

Family Dispute Howrah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE