Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
Controversy

তৃণমূল বিধায়কের পা টিপে দিচ্ছেন দলেরই নেত্রী! ছবি ভাইরাল হতেই বিতর্ক হুগলিতে

বিধায়ক অসিতের সাফাই, তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে,সেলাই পড়েছে একশ আটটি। সেই অবস্থায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে গিয়ে প্রচণ্ড পা ব্যাথা হয় তাঁর।

বিধায়ক অসিত খাটে শুয়ে রয়েছেন এবং বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যা রুমা রায় পাল তাঁর পা টিপে দিচ্ছেন।

বিধায়ক অসিত খাটে শুয়ে রয়েছেন এবং বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যা রুমা রায় পাল তাঁর পা টিপে দিচ্ছেন। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হুগলি শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ২৩:৩৪
Share: Save:

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পা টিপে দিচ্ছেন দলেরই এক নেত্রী! ঘটনার জেরে বিতর্ক হুগলিতে।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যা রুমা রায় পাল। বিরোধী বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউয়ের কটাক্ষ, ‘‘বিধায়কের পদসেবা করলে তবেই পদ এবং ভোটের টিকিট পাওয়া যায়।’’

যদিও ঘটনা প্রসঙ্গে বিধায়ক অসিতের সাফাই, তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে,সেলাই পড়েছে একশ আটটি। সেই অবস্থায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে গিয়ে প্রচণ্ড পা ব্যথা হয় তাঁর। অসিত বলেন, ‘‘দলের কর্মী হিসাবে নয়, এক জন মেয়ে, এক জন বোন হিসাবে পা টিপে দিয়েছেন রুমা। এতে অন্যায় কিছু নেই। বিজেপির আহাম্মকরা কোনও শিক্ষা পায়নি তাই এ সব বলছে।’’

স্থানীয় সূত্রের খবর, রুমা তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন কয়েক দিন আগে। সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। ছবিতে দেখা যাচ্ছে বিধায়ক অসিত খাটে শুয়ে রয়েছেন। রুমা তাঁর পা টিপে দিচ্ছেন। রুমা দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সদস্যা। বিজেপি নেতা সুরেশের অভিযোগ, তৃণমূল বিধায়ক দলেরই এক নেত্রীর সঙ্গে ‘দাসী-বাঁদির মতো আচরণ’ করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE