Advertisement
০৭ মে ২০২৪

মারের চোটে মৃত্যু, অভিযুক্ত গ্রেফতার

প্রতিবেশীকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে রবিবার সকালে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। খানাকুলের হায়াতপুরে গত মঙ্গলবার ওই ঘটনা ঘটে।

নিজস্ব সংবাদদাতা
খানাকুল শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০২:১৮
Share: Save:

প্রতিবেশীকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে রবিবার সকালে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। খানাকুলের হায়াতপুরে গত মঙ্গলবার ওই ঘটনা ঘটে। পারিবারিক বিবাদের জেরে অরবিন্দ দলুই (৪০) নামে এক ব্যক্তিকে বাঁশ দিয়ে পেটানো হয়। জখম অরবিন্দবাবুকে প্রথমে খানাকুলের নতিবপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার রাতে তিনি মারা যান। ঘটনার দিনই হারু দলুই, শশাঙ্ক দলুই সহ ৪ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিল অরবিন্দবাবুর পরিবার। শনিবার অরবিন্দবাবুর মৃত্যুর পর পুলিশ অভিযুক্তদের মধ্যে হারু দলুইকে গ্রেফতার করে। বাকিরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। রবিবার ধৃতকে আরামবাগ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হায়াতপুরে দু’টি পরিবারের মধ্যে নানা বিষয় নিয়ে বিবাদ ছিল। দিন দশেক আগে অরবিন্দবাবুর বাড়ি চত্বরে শশাঙ্ক দলুইয়ের পরিবারের লোকজন জ্বালানি এবং আবর্জনা জমা করছিল বলে অভিযোগ। অরবিন্দবাবু তাদের সেই জ্বালানি সরিয়ে নিতে বাধ্য করেন।

গত মঙ্গলবার বিকালে অরবিন্দবাবু ভাইয়ের বাড়িতে বসেছিলেন। অরবিন্দবাবুর ভাই অসিত দলুইয়ের অভিযোগ, “আচমকাই মদ্যপ অবস্থায় হারু দলুই ও তার পরিবারের লোকজন এসে দাদাকে লাঠি ও বাঁশ দিয়ে পেটাতে থাকে। দাদা মারাত্মক জখম হন। শেষ পর্যন্ত তাতেই মৃত্যু হল তাঁর।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

murder Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE