Advertisement
E-Paper

প্রচারে বেরিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে তৃণমূলপ্রার্থী

প্রচারে বেরিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শুক্লা ঘোষ। রবিবার ২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী শুক্লাদেবী যদুরবেড়িয়া নতুনপাড়া এলাকায় ভোটের প্রচার করতে আসেন। উল্লেখ্য, শুক্লাদেবী তৃণমূল শাসিত বিগত বোর্ডের কাউন্সিলর ছিলেন। তখন তিনি জিতেছিলেন ৬ নম্বর ওয়ার্ড (বর্তমানে ২৬) থেকে। এবারে ২৬ নম্বর ওয়ার্ডটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত হয়ে যাওয়ায় শুক্লাদেবী পাশের ২৯ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৫ ০১:০৭

প্রচারে বেরিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শুক্লা ঘোষ। রবিবার ২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী শুক্লাদেবী যদুরবেড়িয়া নতুনপাড়া এলাকায় ভোটের প্রচার করতে আসেন। উল্লেখ্য, শুক্লাদেবী তৃণমূল শাসিত বিগত বোর্ডের কাউন্সিলর ছিলেন। তখন তিনি জিতেছিলেন ৬ নম্বর ওয়ার্ড (বর্তমানে ২৬) থেকে। এবারে ২৬ নম্বর ওয়ার্ডটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত হয়ে যাওয়ায় শুক্লাদেবী পাশের ২৯ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তারপরে রবিবার থেকেই প্রচার শুরু করে দেন শুক্লাদেবী। দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি আসেন নতুনপাড়ায়। তাঁকে দেখেই এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলতে থাকেন বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় রাস্তা, পানীয় জল, নিকাশি কোনও সমস্যারই সমাধান হয়নি। শুক্লাদেবীর সঙ্গে প্রচারে আসা দলের লোকজনের সঙ্গে বাসিন্দাদের একসময়ে বাদানুবাদও লেগে যায়। শেষ পর্যন্ত প্রার্থী নিজেই বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন। পরে তিনি বলেন, “এই ওয়ার্ডে আমি গতবার কাউন্সিলর ছিলাম না। তবে এখানে যিনি কাউন্সিলর ছিলেন তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। তবুও যেসব কাজ বাকি আছে সেগুলি নিশ্চয় করা হবে। বাসিন্দাদের আমি সব কথা বুঝিয়ে বলেছি।”

মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পার হয়ে যাওয়ার পরে আর সময় নষ্ট করেনি রাজনৈতিক দলগুলি। রবিবার সকাল থেকে প্রতিটি দল প্রচারে নেমে পড়ে। মনোনয়নপত্র প্রত্যাহারের পরে ছবিটা স্পষ্ট হয়ে যায় যে উলুবেড়িয়া পুরসভার ৩২টি ওয়ার্ডে চর্তুমুখী লড়াই হচ্ছে। কারণ, কোনও দল প্রার্থীপদ প্রত্যাহার করেনি।

এ দিন সকাল থেকে প্রচারে তুলনামূলকভাবে এগিয়ে ছিল তৃণমূল, সিপিএম এবং বিজেপি। তাঁদের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করে দেন। অন্য দিকে কংগ্রেস সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে কর্মীসভা করে সন্ধ্যার পর থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করে। এ দিকে ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সেখ সেলিমের সমর্থনে লেখা কয়েকটি হোর্ডিং নিয়ে তৃণমূলের নেতৃত্বের মধ্যেই অসন্তোষ দেখা দেয়। বিতর্কিত সেই হোর্ডিংগুলিতে ছিল উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী হায়দর আজিজ সফি, উলুবেড়িয়ার সাংসদ সুলতান আহমেদ এবং সেলিমের নিজের ছবি। কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। তাছাড়া প্রার্থীপদ ঘোষণা হওয়ার আগেই সেলিম এই হোর্ডিংগুলি লিখে প্রচার শুরু করে দেন বলে দলের কাছে অভিযোগ ছিল। রবিবার অবশ্য সেলিম বলেন, “দলের নেতাদের কাছ থেকে নির্দেশ পেয়ে আমি এইসব হোর্ডিং নামিয়ে ফেলেছি।”

southbengal uluberia municipal vote tmc Shukla Ghosh Jadurberia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy