Advertisement
০৫ মে ২০২৪

বধূকে ধর্ষণের চেষ্টার নালিশ, তৃণমূল কর্মী গ্রেফতার

তিন মাস ধরে ঘরছাড়া থাকার পর সদ্য স্বামীর সঙ্গে গ্রামে ফিরেছিলেন সিপিএম সমর্থক বধূ। মহিলার অভিযোগ, ঘরে থাকতে দেওয়ার শর্ত হিসাবে তাঁকে কুপ্রস্তাব দেয় স্থানীয় তৃণমূল কর্মী সুশান্ত সিংহ। তাতে তিনি রাজি হননি। এরপরেই বুধবার রাতে তাঁকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৫
Share: Save:

তিন মাস ধরে ঘরছাড়া থাকার পর সদ্য স্বামীর সঙ্গে গ্রামে ফিরেছিলেন সিপিএম সমর্থক বধূ। মহিলার অভিযোগ, ঘরে থাকতে দেওয়ার শর্ত হিসাবে তাঁকে কুপ্রস্তাব দেয় স্থানীয় তৃণমূল কর্মী সুশান্ত সিংহ। তাতে তিনি রাজি হননি। এরপরেই বুধবার রাতে তাঁকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে রাতেই সুশান্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে আরামবাগ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

সুশান্তবাবু অবশ্য তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন। দলীয় কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে মলয়পুর ২ অঞ্চলের তৃণমূল সভাপতি মৃণাল ঘোষ বলেন, “আমাদের কর্মীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ করা হয়েছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন বিকাল থেকে ওই এলাকায় তৃণমূল এবং সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দু’পক্ষের জনা ১৫ জখম হন। তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে ৩০ জন সিপিএম কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই গ্রামের অধিকাংশ সিপিএম কর্মী ঘরছাড়া হন। সম্প্রতি ঘরছাড়াদের মধ্যে ওই দম্পতি-সহ কয়েকজন বাড়ি ফেরেন। মহিলার অভিযোগ, “বুধবার স্বামী বাজারে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলাম। সুশান্ত এসে ঘরে থাকা যাবে না বলে হুমকি দেয়। পরে ঘরে থাকার শর্ত হিসাবে কুপ্রস্তাব দেয়। প্রতিবাদ করলে ধর্ষণের চেষ্টা করে। আমি চিৎকার করলে পালিয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Housewife Attempt to rape tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE