Advertisement
E-Paper

ভাবাদিঘি নিয়ে পাশে থাকার বার্তা

এ বার আর কোনও প্রতিবাদ-প্রতিরোধ হয়নি। শনিবার নির্বিঘ্নেই ভাবাদিঘি গিয়ে ওই দিঘি বাঁচানোর আন্দোলনে সামিল গ্রামবাসীদের পাশে থাকার বার্তা দিলেন সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য-সহ ‘সেভ ডেমোক্রেসি’র সদস্যেরা। গ্রামবাসীদের পক্ষে আদালতে মামলা লড়ারও আশ্বাস দিয়েছেন আইনজীবী বিকাশবাবু।

পীযূষ নন্দী

শেষ আপডেট: ১৪ মে ২০১৭ ১৪:৫৮
আশ্বাস: ভাবাদিঘিতে ‘সেভ ডেমোক্রেসি’। ছবি: মোহন দাস

আশ্বাস: ভাবাদিঘিতে ‘সেভ ডেমোক্রেসি’। ছবি: মোহন দাস

এ বার আর কোনও প্রতিবাদ-প্রতিরোধ হয়নি। শনিবার নির্বিঘ্নেই ভাবাদিঘি গিয়ে ওই দিঘি বাঁচানোর আন্দোলনে সামিল গ্রামবাসীদের পাশে থাকার বার্তা দিলেন সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য-সহ ‘সেভ ডেমোক্রেসি’র সদস্যেরা। গ্রামবাসীদের পক্ষে আদালতে মামলা লড়ারও আশ্বাস দিয়েছেন আইনজীবী বিকাশবাবু।

বিষ্ণুপুর-তারকেশ্বর রেল সংযোগের ক্ষেত্রে গোঘাটের ওই ভাবাদিঘি নিয়ে জট কাটছে না। ওই দিঘির উত্তর দিকের একাংশ বুজিয়ে রেললাইন পাততে চায় রেল। কিন্তু এলাকার লোকজন চান, বুজিয়ে নয়, দিঘির উত্তর দিকের জমি দিয়ে কেললাইন পাতা হোক। এ নিয়েই টানাপড়েনে থমকে রয়েছে কাজ। আন্দোলনে নেমেছেন গ্রামবাসী। তৃণমূল আন্দোলন ভাঙতে চাইছে বলে অভিযোগ ওঠে।

গত ১ এপ্রিল আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসার পথে গোঘাটের উল্লাসপুরে আক্রান্ত হয়েছিলেন বিকাশবাবু-সহ ‘সেভ ডেমোক্রেসি’র ৯ জন। তৃণমূল হামলা চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। সে দিন আর ভাবাদিঘি যাওয়া হয়নি বিকাশবাবুদের। শনিবার অবশ্য বিকাশবাবু-সহ ২৬ জনের দলটি নির্বিঘ্নেই ভাবাদিঘি পৌঁছয়। রাস্তায় অনেক বেশি পুলিশি নিরাপত্তা ছিল। গ্রামবাসীরা অভ্যর্থনা জানান বিকাশবাবুদের। তখনই বিকাশবাবু আদালতে মামলা লড়ার আশ্বাস দেন গ্রামবাসীদের।

বিকাশবাবু আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, ‘‘কলকাতায় যদি মেট্রো রেলের লাইন পরিবর্তন করা যায়, তা হলে এখানে কী অসুবিধা? আপনারা সঙ্ঘবদ্ধ ভাবে লড়াই করুন। আমরা পাশে আছি।’’ ‘সেভ ডেমোক্রেসি’র সভাপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, “ন্যায্য দাবিতে যে লড়াই শুরু করেছেন, তাতে এই সংগঠন একসঙ্গে থাকবে। যে দিঘি গ্রামবাসীর জীবন-জীবিকার সঙ্গে যুক্ত, এলাকার পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেখান দিয়ে রেললাইন নিয়ে যাওয়ার পরিকল্পনা এবং আন্দোলন দমাতে জোর-জবরদস্তি, পুলিশি জুলুম—গর্হিত কাজ।” ওই সংগঠনের সভাপতি চঞ্চল তক্রবর্তীর অভিযোগ, বেআইনি ভাবে ভাবাদিঘির জমি অধিগ্রহণ হয়েছে। আসল নকশা অনুযায়ী রেলপথ হচ্ছে না। গ্রামবাসীরা এ দিন ফের জানিয়ে দিয়েছেন, তাঁরা চান এখান দিয়ে রেললাইন পাতা হোক। কিন্তু দিঘি বাঁচিয়ে।

Bikash Ranjan Bhattacharyya Bhaba Dighi Save Democracy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy