Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Hoogly

হুগলিতে ৭ জায়গায় বিজেপির মিছিল, ধনেখালিতে বাধা পুলিশের

অন্যান্য জায়গায় মিছিল শান্তিপূর্ণ হলেও উত্তেজনা তৈরি হয় ধনেখালি বিধানসভা এলাকার দাদপুরে।

চুঁচুড়ায় বিজেপির মিছিল। নিজস্ব চিত্র।

চুঁচুড়ায় বিজেপির মিছিল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ১৯:৫৫
Share: Save:

তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ তুলে হুগলি জেলার ৭ জায়গায় বাইক মিছিল ও পদযাত্রা করল বিজেপি যুব মোর্চা। শুক্রবার হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা এলাকায় মিছিল হয়। চুঁচুড়া বিধানসভায় এলাকায় পিপুলপাতি মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় ঘড়ির মোড়ে।

চুঁচুড়ার মিছিলে ছিলেন লেন রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক অভিনেত্রী পামেলা গোস্বামী। মিছিল শেষে পামেলা বলেন, “রাজ্য জুড়ে তৃণমূল লুটপাট করছে। আমপানের টাকা নিজেরা আত্মসাৎ করেছে। ধর্ষণ থেকে নারী পাচার কিছুই বাদ নেই। তারই প্রতিবাদে পথে নেমেছে বিজেপি।” মিছিল শেষে পামেলা চুঁচুড়ার জোড়া ঘাটে বন্দেমাতরম ভবনে বঙ্কিমচন্দ্র‌ চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন।

অন্যান্য জায়গায় মিছিল শান্তিপূর্ণ হলেও উত্তেজনা তৈরি হয় ধনেখালি বিধানসভা এলাকার দাদপুরে। পুলিশ বিজেপির বাইক মিছিল আটকালে উত্তেজনা ছড়ায়। কোনও অনুমতি না থাকায় মিছিল আটকানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hoogly BJP Rally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE