Advertisement
E-Paper

টুকরো খবর

ব্যবসায়ীর বাড়ির দরজার তালা ভেঙে ঢুকে চুরি করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার ভেজানপুর গ্রামে শনিবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, ভেজানপুরের বাসিন্দা ব্যবসায়ী মঞ্জুল হোসেনের পরিবারের লোকজন আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন।

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৫

তালা ভেঙে চুরি ব্যবসায়ীর বাড়িতে

ব্যবসায়ীর বাড়ির দরজার তালা ভেঙে ঢুকে চুরি করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার ভেজানপুর গ্রামে শনিবার সন্ধ্যায়। পুলিশ সূত্রে খবর, ভেজানপুরের বাসিন্দা ব্যবসায়ী মঞ্জুল হোসেনের পরিবারের লোকজন আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। মঞ্জুলবাবুও বাড়িতে তালা দিয়ে ব্যবসার কাজে বেরিয়েছিলেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে দেখেন দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন আলমারি খোলা। জিনিসপত্র জামাকাপড় লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। তিনি চিত্‌কার করে স্থানীয় বাসিন্দাদের ডাকেন। তাঁর দাবি, দুষ্কৃতীরা আলমারিতে রাখা ব্যবসার চার লক্ষ টাকা এবং সাত ভরি সোনা নিয়ে গিয়েছে। তিনি বলেন, ‘‘এক আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে বাড়ির লোকজন সেখানে চলে যায়। আমি ব্যবসার কাজে বাইরে বেরিয়েছিলাম। সন্ধ্যার পর টিফিন খেতে বাড়িতে এসে দেখি দরজার তালা ভাঙা। জিনিসপত্র, আলমারি লন্ডভন্ড।’’ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।

বাগনানে সুকান্ত মেলা

শুরু থেকেই জমে উঠেছিল মেলা। রবিবার বাগনানের পশ্চিম মানকুরের চিলড্রেন্স ক্লাবের মাঠে শুভ সমাপ্তি ঘটল সুকান্ত মেলার। রূপনারায়ণের তীরে মনোরম পরিবেশে আট দিনের এই মেলা শুরু হয়েছিল ১ ফেব্রুয়ারি। আয়োজক ওই ক্লাবই। বর্ণাঢ্য শোভাযাত্রায় মেলার উদ্বোধন করেন সাহিত্যিক আবুল বাশার। উপস্থিত ছিলেন আমতার বিধায়ক অসিত মিত্র, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মীনা ঘোষ মুখোপাধ্যায় প্রমুখ। বিভিন্ন দিনে সঙ্গীত, নাচ, ক্যুইজ, অঙ্কন ও সুকান্তের কবিতা আবৃত্তি দিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলায় ৫২টি স্টল ছিল। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন ধরনের হাতের কাজ, কৃষিজাত দ্রব্য, স্বাস্থ্য, মত্‌স্য, এবং কবি সুকান্তের ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাউল গান, সঙের গান, লোকগীতি, রণপা নাচ, বাংলা আধুনিক ও ছায়াছবির গান পরিবেশিত হয়।

সাহিত্য পাঠের আসর জগাছায়

গত রবিবার বালি-জগাছা ব্লকের জগদীশপুর সেনপাড়ায় ‘নতুন প্রভাত’ সাহিত্য পত্রিকার ১৫০ তম মাসিক সাহিত্য পাঠের আসর বসেছিল স্থানীয় অমৃতকুঞ্জ বাগানবাড়িতে। সারাদিন ধরে অনুষ্ঠান চলে। গল্প, প্রবন্ধ, স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য নিয়ে আলোচনা ছাড়াও সঙ্গীত, আবৃত্তি, ম্যাজিক শো এবং রবীন্দ্রনাথের ‘পুরাতন ভৃত্য’ কবিতা অবলম্বরে নাটক পরিবেশিত হয়। ছিল গুণিজন সংবর্ধনাও। শিক্ষক, নাট্যকার, গবেষক, সাহিত্যিকের মতো ১০ জনকে সম্মানিত করা হয়। এ বছরের ‘নতুন প্রভাত সাহিত্য সম্মান’ পেলেন চিকিত্‌সক অনির্বাণ রায়চৌধঘুরী, আইনজীবী সৌরেন্দ্রনাথ দে এবং কবি শঙ্কর সাহা। ‘কাজলকান্তি মজুমদার স্মৃতি পুরস্কার’ পেলেন সাহিত্যিক হেমন্ত রায় এবং বাচিক শিল্পী নীলাদ্রি বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পত্রিকার প্রতিষ্ঠাতা রবীন চট্টোপাধ্যায়।

অস্বাভাবিক মৃত্যু

গোঘাটের রামানন্দপুর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। রবিবার সকালে ওই ঘটনায় অশান্তি ছড়ায় গ্রামে। পুলিশ জানিয়েছে, জ্যোত্‌স্না চৌধুরী (১৯) নামে ওই বধূকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলে বাপের বাড়ির লোকজন শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায়। যদিও রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।

সিঙ্গুরে রবিবার কংগ্রেসের মিছিলে আব্দুল মান্নান। ছবি: দীপঙ্কর দে।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy