এসআইআর-আবহে মতুয়া-সহ উদ্বাস্তুদের ভোটাধিকার, নাগরিকত্বের প্রশ্ন নিয়ে ধারাবাহিক চর্চা চলছে রাজ্যে। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যের উদ্বাস্তু-নীতি নিয়ে প্রশ্ন তুলে বিভাজনের রাজনীতিকে হারানোর ডাক দেওয়া হল কেন্দ্রীয় সম্মিলিত উদ্বাস্তু পরিষদের (ইউসিআরসি) ২০তম রাজ্য সম্মেলনে। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দু’দিনের সম্মেলন শেষে রবিবার হয়েছে প্রকাশ্য সমাবেশ। সম্মেলন থেকে ১৭৯ জনের রাজ্য কাউন্সিল, ৯১ জনের রাজ্য কমিটি, ৩৫ জনের রাজ্য সম্পাদকমণ্ডলী নির্বাচিত হয়েছে। সংগঠনের সম্পাদক ও সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে সোমেশ কংসবণিক, মধু দত্ত। সম্মেলনের উদ্বোধনে এসে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর অভিযোগ, “কেন্দ্র উদ্বাস্তু পুনর্বাসন দফতর তুলে দিয়েছে। আর তৃণমূল মনে করছে উদ্বাস্তু পুনর্বাসন সমস্যা মিটে গিয়েছে। কিন্তু অনেকেই পাট্টা পাননি।” সমাবেশ থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও বলেছেন, “মেহনতির লড়াইকে ভাঙতে তৃণমূলকে তৈরি করা হয়েছিল। নিঃশর্ত দলিল, কেন্দ্রের বরাদ্দ আদায়, বাস্তুহারা মানুষের অধিকারের সঙ্গে অন্য অংশের মানুষের লড়াইয়ের মেলবন্ধনের মাধ্যমে বিভাজনের রাজনীতিকে রুখতে হবে।” সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর অভিযোগ, “তৃণমূল বাস্তুহারার বাসস্থানের অধিকারকে ছিনিয়ে নিতে চাইছে। আর উদ্বাস্তুদের অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করতে চাইছে বিজেপি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)