Advertisement
E-Paper

টুকরো খবর

রাজ্যের মুখ্য কার্যালয় নবান্ন থেকে কয়েক মিটারের দূরত্বে বেপরোয়া ভাবে মোটরবাইক চালাতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার, নবান্ন সংলগ্ন র্যাম্পের উপরে। মৃতের নাম মহম্মদ সাকিল আনসারি (২৫)। বাড়ি শিবপুরে।

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৪ ০১:১৪

বেপরোয়া বাইক চালিয়ে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

রাজ্যের মুখ্য কার্যালয় নবান্ন থেকে কয়েক মিটারের দূরত্বে বেপরোয়া ভাবে মোটরবাইক চালাতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার, নবান্ন সংলগ্ন র্যাম্পের উপরে। মৃতের নাম মহম্মদ সাকিল আনসারি (২৫)। বাড়ি শিবপুরে। বাইকটির আর এক সওয়ারি মহম্মদ নওয়াজ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রের খবর, এ দিন আন্দুলের দিক থেকে মন্দিরতলার দিকে একটি মোটরবাইকে যাচ্ছিলেন তাঁরা। বাইক চালাচ্ছিলেন সাকিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃষ্টি হওয়ায় পথ পিছল ছিল। তার উপরে মোটরবাইকের প্রচণ্ড গতি থাকায় পিছলে যান তাঁরা। সোজা গিয়ে ধাক্কা মারেন রেলিংয়ে। গাড়ি-সহ দু’জনেই ছিটকে পড়েন। হেলমেট না থাকায় সাকিল মাথায় আঘাত পান। পুলিশ এসে দু’জনকেই হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে সাকিলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার পরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নবান্ন রাজ্যের মুখ্য কার্যালয় হওয়ার কারণে সেটি ‘হাই সিকিউরিটি জোন’ হিসেবে চিহ্নিত। ঘটনাস্থলে রয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটের ১১ নম্বর পুলিশ পিকেটও। পুলিশের নজর এড়িয়ে হেলমেট না পরা অবস্থায় দ্রুত গতিতে এ ভাবে মোটরবাইকটি নবান্নের পাশের র্যাম্পে উঠল কি ভাবে, তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। হাওড়া কমিশনারেটের ডিসি (সদর) নিশাত পারভেজ বলেন, “হেলমেট পরা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।” পুলিশের নজর এড়ানোর প্রসঙ্গ তিনি এড়িয়ে গিয়েছেন।

সাসপেনসন অব ওয়ার্কের নোটিস শ্রীরামপুরের জুটমিলে

‘কাজ কম’ পাওয়ায় শ্রমিক বিক্ষোভের জেরে শ্রীরামপুরের ইন্ডিয়া জুটের দুটি ইউনিটে অস্থায়ী সাসপেনসন অব ওয়ার্কের নোটিস ঝোলালেন কর্তৃপক্ষ। এর জেরে ২২০০ শ্রমিক নতুন করে বেকার হলেন। এদিন সকালে ‘সেলাই ঘর’ ইউনিটের শ্রমিকেরা (এ সিফট) কাজে এসে না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ যায় ঘটনাস্থলে। বেলা বাড়লে (বি সিফট) শ্রমিকেরা কাজে আসেন। কিন্তু প্রথম সিফটের শ্রমিকেরা তাঁদের কাজ করতে বাধা দেন। তার জেরে ওই সিফটেও কাজ বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত মিল কর্তৃপক্ষ নোটিস ঝুলিয়ে দেন। সকালের এই শ্রমিক বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে বিকেলে সেখানকার তাঁতঘর ইউনিটে। ওই শিফটে ১৮০০ শ্রমিক কাজ করেন। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ বন্ধ করে দেন ওই ইউনিটটিও। শ্রীরামপুরের সহকারি শ্রমকমিশনার অমল মজুমদার বলেন,“ইতিমধ্যেই আমরা ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছি। বৃহস্পতিবার প্রথম পর্যায়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হবে। তারপরই শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আমরা বৈঠক করব।” হুগলিতে এর আগে ভদ্রেশ্বরের নর্থব্রুক জুটমিলের এক পদস্থ কর্তা শ্রমিকের মারে জখম হয়ে মারা যান। সেখানকার ভিক্টোরিয়া জুটমিলও শ্রমিক বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায়। পরে অবশ্য সরকারি স্তরে মধ্যস্থতা করে দুটি জুটমিলের দরজাই ফের খোলে। রাজ্যের শ্রম দফতরের পরিষদীয় সচিব তপন দাশগুপ্ত বলেন, “রাজ্য সরকার পৃথক জুটনীতি তৈরি করছে। যা বাম আমলে হয়নি। কিন্তু কেন্দ্র জুট শিল্পকে নিয়ে ছিনিমিনি খেলছে।”

ভূমিহীনদের পাট্টা বিলি বাগনানে

নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে ১৪৩ জনকে জমির পাট্টা দিল হাওড়ার বাগনানের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েত। বুধবার এই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এক অনুষ্ঠানে ভূমিহীন গরিব মানুষের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। হাওড়া জেলায় ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ভূমি সপ্তাহ পালন করছে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর। এরই অঙ্গ হিসাবে এ দিন ভূমিহীন মানুষদের হাতে পাট্টা তুলে দেওয়া হল বলে জানান গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীকান্ত সরকার। এ দিন প্রতিটি পরিবারের হাতে ৩ থেকে ৫ শতক জমি তুলে দেওয়া হয়। শ্রীকান্তবাবু বলেন, ‘‘ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছে আমরা খাস জমির তালিকা চাই, সেই জমিই ভূমিহীনদের হাতে তুলে দেওয়া হয়েছে।’’ এ বার এঁদের জন্য ইন্দিরা আবাস যোজনা এবং গীতাঞ্জলি প্রকল্পে বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে বলে এই গ্রাম পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy