Advertisement
E-Paper

টুকরো খবর

বেআইনি অটো বন্ধের দাবিতে বৈধ রুটের অটোচালকরা পথ অঅবরোধ করে বিক্ষোভ দেখালেন। বৃহস্পতিবার ব্যান্ডেলের ঝাঁপপুকুর মোড়ে জিটি রোড অবরোধ করে প্রায় তিন ঘণ্টার বিক্ষোভে যানজটে নাকাল হন সাধারণ মানুষ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই জেলায় বৈধ ও অবৈধ অটোচালকদের মধ্যে গণ্ডগোল অব্যাহত।

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৯

বেআইনি অটো বন্ধের দাবি, জিটি রোডে অবরোধ

নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া

বৃহস্পতিবার ব্যান্ডেলের ঝাঁপপুকুর মোড়ে জিটি রোডে তাপস ঘোষের ছবি।

বেআইনি অটো বন্ধের দাবিতে বৈধ রুটের অটোচালকরা পথ অঅবরোধ করে বিক্ষোভ দেখালেন। বৃহস্পতিবার ব্যান্ডেলের ঝাঁপপুকুর মোড়ে জিটি রোড অবরোধ করে প্রায় তিন ঘণ্টার বিক্ষোভে যানজটে নাকাল হন সাধারণ মানুষ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই জেলায় বৈধ ও অবৈধ অটোচালকদের মধ্যে গণ্ডগোল অব্যাহত। বৈধ অটোচালকদের দাবি, আঞ্চলিক পরিবহণ দফতর থেকে গ্রামাঞ্চলের রাস্তায় যাত্রী পরিবহণের জন্য পারমিট পাওয়া সত্ত্বেও কিছু অটোচালক সেই সব এলাকায় গাড়ি না চালিয়ে শহরের রাস্তায় বেআইনিভাবে অটো চালাচ্ছে। এর ফলে তাঁদের রুজিতে টান পড়েছে। বিষয়টি নিয়ে তাঁরা এর আগে বেশ কয়েকবার প্রশাসনকে অবহিত করলেও কোনও কাজ হয়নি। সামান্য ধরপাকড় হলেও পরিস্থিতি একই থেকে গিয়েছে। আনেদোলনকারীদের অভিযোগ, ব্যান্ডেল স্টেশন থেকে মগরা, ডানলপ, কেষ্টপুর, সপ্তগ্রাম প্রভৃতি রুটে আনুমানিক দু’শোরও বেশি অটো চলাচল করে। অভিযোগ, ওই সব রুটে বর্তমানে বেআইনি অটোর সংখ্যা প্রায় ৪০টি। এরপরও যদি প্রশাসন কোনও ব্যবস্থা না নেয় তা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বৈধ রুটের অটোচালকরা। হুগলি জেলা অটো বাঁচাও কমিটির সম্পাদক আমজাদ হোসেন বলেন, ‘‘এই সব বেআইনি অটো নিয়ে আমরা অনেকবার আন্দোলন করেছি। জেলাশাসক থেকে আঞ্চলিক পরিবহণ অধিকর্তা, পুলিশ প্রশাসন সবাইকে জানিয়েছি। তাতেও বেআইনি অটোর দৌরাত্ম্য কমছে না। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বেআইনি অটো।”

লড়াইয়ের প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মৌরিগ্রামে ইন্ডিয়াল অয়েলে দফতরে বুধবার তোলা নিজস্ব চিত্র।

হাওড়ায় গত কয়েক বছরে একাধিক রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শেষ ঘটনাটি ঘটে শালিমার রং কারখানায়। সেই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন রাসায়নিক কারখানার কর্মীদের আগুন নেভাবার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। দু’মাসের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার ওই সব কারখানার কর্র্মী ও ইন্ডিয়ান অয়েলের নিজস্ব কর্মীদের নিয়ে রাজ্য অগ্নি নির্বাপন দফতরের উদ্যোগে মৌরিগ্রাম ইন্ডিয়াল অয়েলে এক প্রতিযোগিতার আয়োজন হয়। রাজ্য অগ্নি নির্বাপণ দফতর সূত্রে জানা গিয়েছে, ১০টি দলের মধ্যে এই প্রতিযোগিতা হয়। রাসায়নিক আগুন নেভাবার কাজে কে কী ভাবে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করছে তার ওপর তিন দলকে পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা দমকল দফতরের আলমপুর শাখার ওসি পুলক শর্মা জানান, এই নকল অগ্নি নির্বাপণ যুদ্ধে যে তিনটি জিনিস দেখা হচ্ছে। তা হল: ১) কী ভাবে আগুনের সঙ্গে লড়াই করছেন কর্মীরা। ২) কী ভাবে অগ্নি নির্বাপনের কাজে যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ৩) অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকার্য কী ভাবে করা হচ্ছে। পুলকবাবু জানান, এ ধরনের আরও কারখানার কর্মীদের এই প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

চার দুষ্কৃতী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা • বাগনান

অস্ত্র-সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল বাগনান থানার পুলিশ। বুধবার রাতে বাগনানের খাদিনান সেতুর কাছ থেকে তাদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে একটি শাবল, একটি রড, পাঁচটি বোমা এবং দু’টি ছুরি-সহ কিছুু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, ডাকাতির উদ্দেশে তারা জড়ো হয়েছিল বলে জেরায় ধৃতেরা কবুল করেছে। ধৃতদের পাণ্ডার নাম শেখ মোস্তাকিন। বাড়ি বাগনান এলাকায়। ওই দলের সকলের বিরুদ্ধেই নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের সঙ্গে আরও কয়েক জন ছিল। পুলিশ দেখে তারা পালায়। ধৃতদের বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে হাজির করানো হয়। বিচারক মোস্তাকিনকে পাঁচ দিনের পুলিশ হেফাজত, বাকিদের ১৪ দিনের জেল-হাজতে রাখার নির্দেশ দেন।

গঙ্গায় ডুবে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া

স্নান করতে নেমে গঙ্গায় ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার কালীবাড়ির এলাকার একটি ঘাটে। ঘণ্টা দুয়েক পরে দেহটি ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। তবে, রাত পর্যন্ত মৃতের পরিচয় পুলিশ জানাতে পারেনি। পুলিশ জানায়, স্নান করতে নেমে কোনও ভাবে পা পিছলে ওই বৃদ্ধ পড়ে গিয়ে তলিয়ে যান। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

স্কুলে চুরি

নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া

পাহারাদারকে বেঁধে রেখে স্কুলে ঢুকে অবাধে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির মগরার ১৩ নম্বর রেলেগেটের কাছে একটি ইংরাজি মাধ্যম স্কুলে। পুলিশ ঘটনার তদন্তে নামলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

খানাকুলে বিজেপি নেতাকে মারধর, অভিযুক্ত তৃণমূল

পাঁচিল টপকে ঘরে ঢুকে খানাকুলের তাঁতিশাল গ্রামের এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বুধবার রাতের ঘটনা। বিকাশ হাজরা নামে ওই বিজেপি নেতাকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযোগ মানেননি তৃণমূল। পুলিশ জানায়, ঘটার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকাশবাবু ওই দিন রাত ন’টা নাগাদ নিজের বাড়ির সামনের ঘরে বসেছিলেন। সেই সময়ে প্রতিবেশী তৃণমূল কর্মী শিশির হাজরা এক সঙ্গীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে বিকাশবাবু তাঁদের উদ্দেশে টিপ্পনি কাটেন বলে অভিযোগ। এ নিয়ে দু’পক্ষের বচসা বাধে। অভিযোগে বিকাশবাবু জানান, রাত ১১টা নাগাদ শিশির-সহ চার জন পাঁচিল টপকে ঢুকে হামলা করে। বাড়ির অ্যাসবেস্টসের চাল ভেঙে দেয়। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে শিশির হাজরার দাবি, কাউকে মারধর করা হয়নি। বিকাশবাবু সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গিয়ে চোট পান।

স্মারকলিপি দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা

শিশুদের খাবারের জন্য বরাদ্দ বাড়ানো, নিজেদের কাজের বোঝা কমানো-সহ নানা দাবিতে বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে স্মারকলিপি দিলেন হুগলি জেলার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। এ দিন দুপুরে ‘সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা’ সংগঠনের তরফে ওই কর্মসূচি পালিত হয়। শ’পাঁচেক কর্মী ও সহায়িকা চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) আবিদ হোসেনের হাতে স্মারকলিপি দেন। তাঁদের অভিযোগ, শিশুদের জন্য মাথাপিছু যে অর্থ বরাদ্দ, তা নিতান্তই অল্প। ওই টাকায় পুষ্টিকর খাবার রান্না করা সম্ভব নয়। তাঁদের অভিযোগ, সাম্মানিক না বাড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে সমীক্ষা-সহ নানা কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে তাঁদের উপর। জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, দাবিগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

যৌন নির্যাতন, যুবক অভিযুক্ত

বছর পাঁচেকের একটি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। শিশুটি তারকেশ্বর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বুধবার রাতে তার বাবা বালিগোড়ি-১ পঞ্চায়েতের বৈদ্যপুরের বাসিন্দা পঙ্কজ ঘোষ নামে ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অভিযুক্ত পঙ্কজ পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

আমার দুগ্গা। ডোমজুড়ে।

শিল্পীর টান। আরামাবাগে মোহন দাসের তোলা ছবি।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy