Advertisement
০১ মে ২০২৪

টুকরো খবর

খানাকুলের শাবলসিংহপুরের বাসিন্দা অর্থলগ্নি সংস্থার এক মালিককে সোমবার রাতে কলকাতার নিউ মার্কেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণার অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তি বছর খানেক ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন ছিলেন। পুলিশ জানায় ধৃতের নাম জামির ইকবাল। সোমবার রাতেই কলকাতা পুলিশ ধৃতকে খানাকুল থানার হাতে তুলে দেয়। মঙ্গলবার ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০০:৩১
Share: Save:

কলকাতায় ধৃত খানাকুলের অর্থলগ্নি সংস্থার কর্তা
নিজস্ব সংবাদদাতা • খানাকুল

খানাকুলের শাবলসিংহপুরের বাসিন্দা অর্থলগ্নি সংস্থার এক মালিককে সোমবার রাতে কলকাতার নিউ মার্কেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণার অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তি বছর খানেক ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন ছিলেন। পুলিশ জানায় ধৃতের নাম জামির ইকবাল। সোমবার রাতেই কলকাতা পুলিশ ধৃতকে খানাকুল থানার হাতে তুলে দেয়। মঙ্গলবার ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামির ইকবাল ভিভা নামে একটি অর্থলগ্নি সংস্থা খুলে বছর পাঁচেক ধরে ব্যবসা শুরু করেন। খানাকুল ছাড়িয়ে হুগলি, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় শাখাও খুলেছিলেন। প্রধান কার্যালয় ছিল কলকাতার লেলিন সরণিতে। গত বছর আবু জাফর জমাদার নামে তাঁরই এক প্রতিবেশি জামির ইকবালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন।

মামাকে আত্মহত্যায় প্ররোচনা, জামিন ভাগ্নির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মামাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চন্দননগরের কবি ভারতচন্দ্র রোডের বাসিন্দা পান্না দাসকে বৃহস্পতিবার জামিন দিল কলকাতা হাইকোর্ট। আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় এবং রানা মুখোপাধ্যায় বৃহস্পতিবার আদালতে জানান, পান্নাদেবীর মামা মনোজ কুমার সাহা ভাগ্নির বাড়িতেই থাকতেন। অবিবাহিত বৃদ্ধের দেখাশোনা করতেন পান্নাদেবী ও তাঁর স্বামী অপূর্ববাবু। গত ২৬ মে নিখোঁজ হন মনোজবাবু। পাঁচ দিন পরে তাঁর ভাই প্রাণবন্ধু থানায় নিখোঁজ ডায়েরি করেন। ২ জুন ডিভিসি লক-গেটে মনোজবাবুর মৃতদেহ ভেসে ওঠে। ৪ জুন প্রাণবন্ধু পুলিশের কাছে অভিযোগ জানান, অপূর্ববাবু ও পান্নাদেবী মনোজবাবুকে আত্মহত্যায় প্ররোচনা দেন। তাতেই জলে ডুবে আত্মঘাতী হন ওই বৃদ্ধ। পুলিশ জানায়, পান্নাদেবী এবং তাঁর স্বামী নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁদের জেল-হাজতে রাখার নির্দেশ দেন। অপূর্ববাবু নিম্ন আদালতে ৫ অগস্ট জামিন পান।

পড়ে গিয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গোঘাট

মঙ্গলবার সকালে গোঘাটের একটি চাল কলের ঝাড়াই যন্ত্র পরিষ্কার করতে উঠে নীচে পড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম অশোক পাল (৩৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির মহব্বতনগরে। বিশ্বকর্মা পুজোর জন্য যন্ত্র সাফাই করতে গিয়ে উপর থেকে পা ফসকে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

south bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE