Advertisement
E-Paper

টুকরো খবর

আগ্নেয়াস্ত্র-সহ বলাগড়ের সিজা-কামালপুর পঞ্চায়েতের প্রধান সিপিএমের অজয় দে বংশী-সহ চার জনকে বুধবার রাতে মগরার হয়রা এলাকার জি টি রোড থেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ওই চার জন গাড়িতে একটি কারখানার সামনে অপেক্ষা করছিলেন।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৯

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত প্রধান
নিজস্ব সংবাদদাতা • মগরা

আগ্নেয়াস্ত্র-সহ বলাগড়ের সিজা-কামালপুর পঞ্চায়েতের প্রধান সিপিএমের অজয় দে বংশী-সহ চার জনকে বুধবার রাতে মগরার হয়রা এলাকার জি টি রোড থেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ওই চার জন গাড়িতে একটি কারখানার সামনে অপেক্ষা করছিলেন। সন্দেহ হওয়ায় টহলরত পুলিশ তাঁদের প্রথমে জিজ্ঞাসাবাদ করে। দু’পক্ষের বচসা বাধে। অজয়বাবু এবং তাঁর সঙ্গী রাজা পাত্র পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যান। পরে অজয়বাবুর কাছ থেকে একটি গুলিভর্তি সেভেন এমএম পিস্তল মেলে বলে পুলিশের দাবি। ধৃত বাকি দু’জন হলেন মানিক পাত্র এবং গাড়ির চালক তথা সিভিক ভলান্টিয়ার মানিক বাস্কে। সকলেই সিজা-কামালপুরের বাসিন্দা। গাড়িটি আটক করেছে পুলিশ। কী কারণে ওই চার জন অত রাতে রাস্তার ধারে অপেক্ষা করছিলেন, কেনই বা অজয়বাবু সঙ্গে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার তাঁদের চুঁচুড়া আদালতে হাজির করানো হয়। বিচারক প্রত্যেককে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। মাস দুয়েক আগে এক আদিবাসী মহিলার শ্লীলতাহানির অভিযোগে অজয়বাবুকে গগ্রেফতার করা হয়েছিল। তিনি এখন জামিনে রয়েছেন।

নাবালিকার বিয়ে আটকে দিল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • বলাগড়

বিয়ের আসরে হাজির হয়ে নাবালিকার বিয়ে আটকে দিল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বলাগড়ের ক্ষত্রিয়নগরে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলাগড়ের ক্ষত্রিয়নগরের বাগানপাড়ার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী এক যুবকের সঙ্গে স্থানীয় বছর তেরোর ওই নাবালিকার বিয়ে ঠিক করেছিলেন তার বাবা-মা। এদিন সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বলাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিয়ে আটকে দেয়। পুলিসের তরফে নাবালিকাকে বোঝানো হয় আঠারো বছরের নীচে বিয়ে আইন বিরুদ্ধ। এর পর ওই নাবালিকা সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে না করার অঙ্গীকার করে বলে পুলিশের দাবি। নাবালিকার দিনমজুর বাবাও পুলিশকে জানান, আঠারো বছরের নীচে বিয়ে দেওয়া যে আইনত অপরাধ তা তাঁরা জানতেন না। তা ছাড়া দারিদ্রের কারণেই তাঁরা মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছিলেন। তবে মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত আর তাঁরা তার বিয়ে দেবেন না বলে পুলিশের কাছে জানিয়েছেন।

আরামবাগে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

বৃহস্পতিবার আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবলের ‘এ’ গ্রুপের খেলায় দক্ষিণ রসুলপুর নেতাজি সুভাষ সঙ্ঘ ৩-০ গোলে হারাল বাজুয়া সারদাময়ী সেবা সঙ্ঘকে। গোল করেন সুরজিত্‌ সরেন, রাজেশ সাঁতরা এবং লালু মাজি। গোঘাটের শ্রীপুর মাঠে ‘বি’ গ্রুপে ইন্দিরা সবুজ সঙ্ঘ ৩-১ গোলে হারায় বেলেপাড়া অনিল স্মৃতি কিশোর সঙ্ঘকে। বিজয়ী দলের পক্ষে শুভজিত্‌ সরকার দু’টি এবং বসন্ত বাগ একটি গোল করেন। বিজিত দলের গোলদাতা তপন মণ্ডল। অন্য দিকে আরামবাগ পুরসভার উদ্যোগে মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় টাউন ফুটবল লিগের ‘বি’ গ্রুপে কালিপুর স্বামীজি এফসি ৩-০ গোলে হারায় চাঁদুর বিরসা মুণ্ডা মার্শাল গাঁওতাকে। সুশান্ত বারুই দু’টি এবং শ্রীমন্ত লায়েক একটি গোল করেন। খেলাটি হয় বৃন্দাবনপুর স্পোর্টস কমপ্লেক্সে।

দুর্ঘটনায় মৃত্যু বাইক-আরোহীর
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। পুলিশ জানিয়েছে মৃতের নাম দেবনাথ মণ্ডল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাজার করে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন দেবনাথবাবু। খলিসানির মোড়ে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ গাড়ি ও চালককে আটক করেছে।

বাঁশ দিয়ে মেরে ‘খুন’

এক ব্যক্তির মাথায় বাঁশ দিয়ে মেরে তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার হল দুই যুবক। বৃহস্পতিবার, লিলুয়ার দেবীর পাড়ার ঘটনা। পুলিশ জানায়, ধৃতদের নাম সঞ্জু ঘোষ ও টুবাই সরকার। মৃত ধনঞ্জয় নাথ স্থানীয় বাসিন্দা। অভিযোগ, বুধবার ধনঞ্জয়বাবুর মেয়ে-জামাইয়ের পথ আটকে জামাইকে মারধর করে সঞ্জু। পরে ধনঞ্জয়বাবু ও তাঁর ছেলে সঞ্জুকে শাসাতে যান। তখন স্থানীয় বাসিন্দা টুবাইকে ডেকে আনে সঞ্জু। তারা বাঁশ দিয়ে ধনঞ্জবাবুর মাথায় আঘাত করে। বৃহস্পতিবার পিজি-তে মৃত্যু হয় ধনঞ্জবাবুর।

স্মারকলিপি

রোগীদের দেওয়া খাবার নিম্ন মানের, মাঝেমধ্যেই ইসিজি খারাপ থাকায় পরিষেবা থেকে বঞ্চিত হন রোগীরা এমনই নানা অভিযোগ তুলে তা বন্ধের দাবিতে বৃহস্পতিবার ভদ্রেশ্বরের গৌরহাটি ইএসআই হাসপাতালের সুপারকে স্মারকলিপি দিল তৃণমূল। নেতৃত্ব দেন চাঁপদানি পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র এবং তৃণমূল নেতা কমলাকান্ত। সুপার আশুতোষ মুখোপাধ্যায় বলেন, ‘‘পরিষেবা সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’

বালির সাংস্কৃতিক সংস্থা ‘নিক্কণ’-এর নবম বর্ষপূর্তির অনুষ্ঠান। বালি স্টেশনে তোলা নিজস্ব চিত্র।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy