—ফাইল চিত্র।
করোনা মোকাবিলায় কাজ করতে চান রাজ্যের আয়ুশ (আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি)চিকিৎসকেরা। সে জন্য বুধবার তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন।
ওই চিকিৎসকদের সংগঠন ‘প্রগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন’-এর পক্ষ ওই চিঠি পাঠানো হয় মুখ্যমন্ত্রীর কাছে। সংগঠনের রাজ্য সম্পাদক তথা হুগলির ধনেখালি ব্লকের ভাণ্ডারহাটি-২ পঞ্চায়েতের আয়ুশ চিকিৎসক সমীর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গ্রামের প্রত্যন্ত এলাকায় আমরা চিকিৎসার কাজটা করি। কিন্তু করোনার ক্ষেত্রে কী করব, সে ক্ষেত্রে আমাদের কাছে প্রশাসনের সুনির্দিষ্ট কোনও নির্দেশিকা নেই। তবু আমাদের অনেককেই করোনা মোকাবিলায় কাজ করছেন। আমরা সেই কাজ করতেও চাই। খালি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, নির্দেশিকা দিয়ে আমাদের কাজে লাগান। আমাদের জন্য মাস্ক এবং স্যানিটাইজ়ারের ব্যবস্থা করা হোক।’’
প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে কেন্দ্রের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চালু হয় আয়ুশ চিকিৎসা। ২০১১ সাল নাগাদ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধীন এই চিকিৎসকদের আংশিক সময়ের জন্য নিয়োগ করা হয় বিভিন্ন পঞ্চায়েতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy