করোনা আবহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে স্নাতক স্তরের চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরু হচ্ছে ১ অক্টোবর থেকে। নতুন নিয়মে পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয়, সে জন্য গ্রামীণ হাওড়ার কলেজগুলিতে শুরু হয়েছে জোর তৎপরতা। বিভিন্ন কলেজের অধ্যক্ষরা জানিয়েছেন, তাঁদের উদ্দেশ্য, সঠিক সময়ে জমা দিতে না-পারার জন্য একজন পরীক্ষার্থীরও উত্তরপত্র যেন বাতিল না হয়।
ইউজিসি-র নিয়ম মেনে এ বার বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। ২ ঘণ্টার পরীক্ষা। উত্তরপত্র জমা দিতে হবে পরীক্ষা শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যে। মূলত অনলাইনেই জমা। যে সব পরীক্ষার্থী পারবেন না, তাঁদের জন্য পরীক্ষাকেন্দ্রে এসে তা জমা দেওয়ার নিদান দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু তা-ও পরীক্ষা শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যেই। প্রশ্নপত্র মিলবে কলেজের ওয়েবসাইটে। যে সব পরীক্ষার্থীর অ্যানড্রয়েড ফোন বা বাড়িতে কোনও রকম ইন্টারনেট সংযোগ নেই, তাঁরা কাছাকাছি কোনও সাইবার ক্যাফে থেকে প্রশ্নপত্র ‘ডাউনলোড’ করতে পারবেন।
শহরঘেঁষা কলেজগুলি জোর দিয়েছে উত্তরপত্র অনলাইনে জমা করার উপরেই। সে জন্য ছাত্রছাত্রীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উলুবেড়িয়া কলেজ কতৃর্পক্ষ জানান, তাঁরা ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কী পদ্ধতিতে উত্তরপত্র অনলাইনে জমা করতে হবে সে বিষয়ে বিভিন্ন বিভাগীয় প্রধানেরা ছাত্রছাত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করছেন। এতে ছাত্রছাত্রীদের সড়গড় করতে কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষকদের একটি দল কাজ করছে।