অবশেষে বাড়ি ফিরলেন পানপাতিয়া চৌধুরী।
গত কয়েক বছর ধরে তাঁর ঠিকানা ছিল জাঙ্গিপাড়ার বাগান্ডায় ‘জনশিক্ষা প্রচার কেন্দ্র’ নামে একটি হোম। বুধবার বিকেলে দিদি সূরযী দেবী এবং জামাইবাবু প্রভু চৌধুরীর হাত ধরে ঝাড়খণ্ডে ফিরে গেলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, স্বামী-সন্তানকে নিয়ে থাকতেন ওই যুবতী। তবে এক সময় তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। প্রায় দেড় দশক আগে ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে ট্রেনে উঠে পড়েন। ট্রেনে ঘুমিয়ে পড়লে কেউ তার ছেলেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। শেষে ভবঘুরে মেয়েটির ঠাঁই হয় হুগলির গুড়াপের দুলাল স্মৃতি সংসদ হোমে। ২০১২ সালে ওই হোমে গুড়িয়া নামে এক আবাসিকের পচাগলা দেহ উদ্ধার হয় মাটি খুঁড়ে। এর পরেই সেখানকার আবাসিক মহিলাদের উপর অত্যাচারের কাহিনি সামনে আসে। রাজ্য সরকার হোমটি বন্ধ করে দেয়। সেখানকার ৪২ জন আবাসিককে জাঙ্গিপাড়ার জনশিক্ষা প্রচার কেন্দ্রে পাঠানো হয়। সেই দলেই ছিলেন পানপাতিয়া।