বৈদ্যবাটি, পোলবার পর এ বার ব্যান্ডেলের দেবানন্দপুর।
বৃহস্পতিবার বিকেলে ফের হুগলিতে জাল সিমেন্ট কারখানার হদিস পেল সিআইডি। দেবানন্দপুর কেষ্টপুরের কাছে একটি ইটভাটার পিছনে পাঁচিল ঘেরা কারখানাটিতে হানা দিয়ে সিআইডি অফিসাররা জাল সিমেন্ট তৈরি এবং নামী সংস্থার বস্তায় তা ভরার কাজে ব্যবহৃত সব যন্ত্রপাতি বাজেয়াপ্ত করে। গুদামে মজুত প্রায় সাড়ে তিন হাজার বস্তা জাল সিমেন্ট আটক করা হয়। কারখানাটির গেট ‘সিল’ করে দেওয়া হয়। মগরা থানায় অভিযোগও দায়ের করে সিআইডি। তবে, ওই কাজে জড়িতদের কাউকে সিআইডি ধরতে পারেনি।
চলতি বছরের জানুয়ারিতে বৈদ্যবাটিতে হানা দিয়ে জাল সিমেন্ট কারখানার হদিস পেয়েছিল সিআইডি। পরের মাসেই পোলবার হোসনাবাদ এলাকাতেও একটি জাল সিমেন্ট কারখানার সন্ধান পায় তারা। সিআইডি-র ২০ সদস্যের একটি দল হানা দিয়ে ওই কারখানার মালিক, ম্যানেজার এবং তিন কর্মীকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় জিনিসপত্র। কারখানার গেটে তালা মেরে দেওয়া হয়। এর পরে বৃহস্পতিবারের ঘটনা। সিআইডি-র এক অফিসার জানান, এই জেলায় জাল সিমেন্ট ব্যবসার বাজার যে রমরমিয়ে চলছে, একের পর এক তেমন কারখানার হদিস মেলায় তা বোঝা যাচ্ছে।
একটি প্রোমোটার সংস্থার পক্ষে বিজয় গুহ মল্লিক জানান, এই সব জাল সিমেন্ট ছোটখাটো দোকানদারের কাছে বিক্রি করা হয়। তাদের কাছ থেকে নির্মাণকাজের জন্য সাধারণ মানুষই সস্তায় কেনেন। কিন্তু অনেক সময়ে এতে বিপত্তি হয়। কখনও ছাদ ভেঙে পড়ে। কখনও বাড়ির পলেস্তার খসে পড়ে। এক ধরনের অসাধু ব্যবসায়ীর জন্য সাধারণ মানুষ বিপদের সন্মুখীন হন।