পরিযায়ী শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করাতে ‘বিশেষ অভিযান’ শুরু হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ হবে বলে রাজ্য শিক্ষা দফতর সূত্রের খবর। দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সর্বশিক্ষা মিশনকে। হাওড়া জেলাতে এই কাজে সাড়া পড়েছে। মিশনের অধীনে থাকা শিক্ষকেরা তালিকা ধরে পরিযায়ী শ্রমিকদের পরিবারে যাচ্ছেন এবং স্কুলছুটদের স্কুলে ভর্তি করাচ্ছেন।
জেলা সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক বুলবুল বাগচি বলেন, ‘‘এই প্রকল্পে ভাল সাড়া পড়েছে। পরিযায়ী শ্রমিক পরিবারগুলি আগ্রহ দেখাচ্ছেন। অনেক ছেলেমেয়েই স্কুলে ভর্তি হয়েছে।’’
সর্বশিক্ষা মিশনের অধীনেই দীর্ঘদিন ধরে স্কুলছুটদের ফেরানোর প্রক্রিয়া চলছে রাজ্যে। বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করে সর্বশিক্ষা মিশনের অধীনে থাকা স্কুল শিক্ষকেরা ৬-১৪ বছর বয়স পর্যন্ত স্কুলছুটদের স্কুলে ভর্তি করানোর দায়িত্ব পালন করেন। সম্প্রতি তার সঙ্গে যোগ হল পরিযায়ী শ্রমিক পরিবারগুলির ছেলেমেয়েরাও।