Advertisement
E-Paper

বিদ্যুৎ তৈরিতে আরও জঞ্জাল

এ দিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশে কামারহাটি পুরসভাকে প্রকল্পের যুক্ত করা হয়। মন্ত্রী জানান, হাওড়া ছাড়াও উত্তর ২৪ পরগনার ছ’টি পুরসভার জঞ্জাল যাবে ডোমজুড়ে। তৈরি হবে বিদ্যুৎ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ০১:১২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শুধু হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের জঞ্জালই নয়, ডোমজুড়ে বিদেশি প্রযুক্তিতে জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরিতে ব্যবহার করা হবে উত্তর ২৪ পরগনার কয়েকটি পুরসভার জঞ্জালও। বুধবার ওই প্রকল্পে যুক্ত হল কামারহাটি পুরসভাও। এতে উপকৃত হবে কামারহাটিও।

পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই দমদম, দক্ষিণ দমদম, উত্তর দমদম, বরাহনগর ও পানিহাটি পুরসভার জঞ্জাল ফেলা হয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে প্রমোদনগরে। প্রায় ১০০ বছর ধরে একই জায়গায় এতগুলি পুরসভার আবর্জনা জমা হয়ে পাহাড়ের আকার নিয়েছে। সেখানে আর জায়গা নেই। ওই সমস্যা মেটাতে পাঁচটি পুরসভাকে আগেই ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় আনা হয়।

এ দিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশে কামারহাটি পুরসভাকে প্রকল্পের যুক্ত করা হয়। মন্ত্রী জানান, হাওড়া ছাড়াও উত্তর ২৪ পরগনার ছ’টি পুরসভার জঞ্জাল যাবে ডোমজুড়ে। তৈরি হবে বিদ্যুৎ। কামারহাটির পুর চেয়ারম্যান গোপাল সাহা জানান, তাঁদেরও জঞ্জাল ফেলার জায়গা নেই। রাজ্য সরকার জমি জোগাড় করতে বললেও তা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘‘কোথাও জমি না পেয়ে শেষে কামারহাটি পুরসভাকেও ওই প্রকল্পে যুক্ত করার আবেদন জানাই। তা গৃহীত হওয়ায় জঞ্জাল ফেলার সমস্যা মিটল।’’

হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী বলেন, ‘‘ডোমজুড়ে বিদেশি প্রযুক্তিতে বিদ্যুৎ তৈরির কাজে জঞ্জাল ব্যবহার করা হবে।’’ হাওড়ার মেয়র পারিষদ (জঞ্জাল) গৌতম চৌধুরী জানান, ডোমজুড় বিধানসভার রঘুনাথপুরে একটি ১০০ বিঘা জমি কিনতে টাকা অগ্রিমও দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘বেলগাছিয়া ভাগাড় নিয়ে সমস্যা দীর্ঘদিনের। প্রকল্পটি তৈরি হলে সেখানেই ভাগাড় সরানো হবে।’’

waste Electricity Organic and inorganic waste
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy