হাওড়া
• মোট পরীক্ষার্থী ৫০, ৬৮৭।
•নিয়মিত ছাত্র ২০,৯৯৯ জন।
•নিয়মিত ছাত্রী ২৬, ৯০৬।
• অন্যান্য ২৭৮২। বহিরাগত ২
•পরীক্ষাকেন্দ্র ১৪২টি।
প্রশাসনিক ব্যবস্থা
• পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ফোটোকপির কোনও দোকান সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা যাবে না।
•পরীক্ষা চলাকালীন কেন্দ্রের পাশ দিয়ে একসঙ্গে দু’জন ব্যক্তির যাওয়া নিষেধ।
•কোনওপ্রকার মাইক বাজানো যাবে না।
‘‘পুলিশের পক্ষ থেকে কিছু পরীক্ষাকেন্দ্রে ভিডিওগ্রাফি করা হবে। সব পরীক্ষাকেন্দ্রের কাছে ১৪৪ ধারা জারি হয়েছে। ফটোকপির দোকানেও নজরদারি চালানো হবে।’’ সুমিত কুমার, পুলিশ সুপার (হাওড়া গ্রামীণ)।
‘‘পরীক্ষা সুষ্ঠু করতে করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যানবাহন নিয়ে যাতে সমস্যায় না পড়ে সে জন্য জেলা আঞ্চলিক পরিবহণ দফতরের সঙ্গে কথা হয়েছে।’’
অরুণকুমার পাত্র, সহকারি জেলা স্কুল পরিদর্শক, হাওড়া।