Advertisement
১১ মে ২০২৪
Howrah

কন্টেনমেন্ট জ়োন বাড়ল না হাওড়া শহরে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০৭:০৫
Share: Save:

হাওড়া শহরে সংক্রমিত এলাকার তালিকায় কোনও নতুন নাম সংযোজিত হল না। ছ’দিন আগে যে ১৬টি এলাকাকে কন্টেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছিল, রবিবার রাতে প্রকাশিক তালিকায় সেই একই এলাকাগুলিকে কন্টেনমেন্ট জ়োনের আওতায় রেখেছে জেলা স্বাস্থ্য দফতর।

নতুন প্রকাশিত ওই তালিকা অনুযায়ী, শহরে সংক্রমিত এলাকার সংখ্যা না বাড়লেও হাওড়া গ্রামীণে সেই এলাকার সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৫টিতে। এ দিকে এ দিনই স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, হাওড়া জেলায় গত ২৬ জুলাই, রবিবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৬৯২৭ জন। মারা গিয়েছেন ১৮০ জন, চিকিৎসাধীন ১৯৭৯ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭৪ জন, মৃত্যু হয়েছে ২ জনের। জেলা প্রশাসনের এক কর্তার দাবি, গ্রামীণ এলাকায় সংক্রমিত এলাকার সংখ্যা বাড়লেও মাস্ক পরা, দূরত্ব-বিধি বজায় রাখা, সাবান দিয়ে হাত ধোয়ার মতো নিয়মগুলি মেনে চললে সংক্রমণ অনেকটাই আটকানো সম্ভব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Howrah Containment Zone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE