গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার রাতে বর্ধমানের জামালপুর থানার শিয়ালি ঘোষপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম শাহ হোসেন শেখ (২৪)। তাঁর বাড়ি হুগলির বৈঁচির বেরেলা ডিভিসি পাড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ চার যুবক মোটরবাইকে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। শিয়ালি ঘোষপাড়া এলাকার কিছু লোক তাঁদের আটক করে মারধর শুরু করেন। শাহ হোসেন-সহ ৪ জন আহত হন। খবর পেয়ে এলাকায় পুলিশ যায়। তাঁদের উদ্ধার করে জামালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শাহ হোসেনকে চিকিৎসকেরা মৃত বলে জানান। সোমনাথ রায়, শেখ ইনসান আলি ও শেখ সমির নামে বাকি তিন জন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামবাসীদের দাবি, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় গরু চুরি হচ্ছিল। রাতে অপরিচিতদের ঘুরতে দেখে সন্দেহ হওয়ায় ওই চার জনকে আটক করা হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের খোঁজ চলছে। শুক্রবার বৈঁচিতে শাহ হোসেনের বাড়িতে গিয়ে দেখা গেল আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েছেন। পাড়ার লোকজনদের জটলা। বাড়ির লোকজন জানান, শাহ হোসেন মোটরবাইকে করে ঘুরে ঘুরে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করতেন। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। দুপুরে খেতে এসেছিলেন। বিকেলে ফের বেরিয়ে আর ফেরেননি। শুক্রবার সকালে পান্ডুয়া থানা থেকে পুলিশ এসে তাঁর মৃত্যুর খবর জানিয়ে যায়। মা নাজি বিবি বলেন, ‘‘কী কারণে ছেলে এত রাতে ওখানে পৌঁছল কিছুই বুঝতে পারছি না।’’ স্ত্রী রুকসানার জানালেন, ব্যবসার কারণে তাঁর স্বামী মাঝে মধ্যে রাতে বাড়ি ফিরতেন না। কিন্তু তিনি গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে বিশ্বাস করেন না রুকসানা। শেখ সামিরের বাড়িও বৈঁচিতে। তিনিও কী কারণে এত রাতে জামালপুরে গিয়েছিলেন, তাঁর বাড়ির লোকজনও জানেন না।
মৃত শাহ হোসেন শেখ।