আলোচনার মাধ্যমে সমস্যা মিটল হুগলির শ্রীরামপুরের লোহার পাত তৈরির কারখানায়। শ্রমিকদের অসহযোগিতার কারণ দেখিয়ে মঙ্গলবার ওই কারখানার একটি ইউনিটে ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর বিজ্ঞপ্তি ঝোলান কর্তৃপক্ষ। ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। কারখানা সূত্রে জানা গিয়েছে, বুধবার বিষয়টি নিয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন কারখানা কর্তৃপক্ষ। সেখানে আজ বৃহস্পতিবার থেকে বন্ধ ইউনিটে কাজ শুরুর সিদ্ধান্ত হয়েছে। শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোডের ধারের এই কারখানায় লোহা গলিয়ে পাত তৈরি হয়। কয়েকশো শ্রমিক কাজ করেন। সাপ্তাহিক ছুটি সোমবার। ১৬ মে সাপ্তাহিক ছুটি থাকলেও অতিরিক্ত কাজ থাকায় ‘মোল্ডিং’ বিভাগের দু’জন ‘ক্রেন অপারেটর’কে ডাকা হয়। সেইমতো তাঁরা কাজে আসেন। শ্রমিকদের অভিযোগ, নিজেদের কাজ মিটে গেলে তাঁদের অন্য কাজ করতে বলা হয়। তাঁরা সেই কাজ করতে চাননি। এতেই ক্ষুব্ধ হয়ে কর্তৃপক্ষের তরফে তাঁদের শো কজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক জন শো কজের চিঠি নিতে না চাওয়াতেই ওই ইউনিট বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ দিন বৈঠকে ঠিক হয়, ওই শ্রমিক শো কজের চিঠি নেবেন। ওই কারখানার এক শ্রমিক নেতা বলেন, ‘‘চুক্তি মোতাবেক শ্রমিকদের কাজ করার কথা। কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেন দেখা যাক।’’