বিজ্ঞান শাখার কোনও বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করবে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স। তাঁকে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি-র গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট পদে কাজের সুযোগ দেওয়া হবে। শূন্যপদ একটি।
ফিজ়িক্যাল সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের কোয়ান্টাম কম্পিউটিং, মেশিন লার্নিং, নিউক্লিয়ার অ্যাস্ট্রোফিজ়িক্স, নিউক্লিয়ার ফিজ়িক্স নিয়ে গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
উল্লিখিত পদের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। নিযুক্তকে প্রতি মাসে ৫৮ হাজার থেকে ৬১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। নিয়োগের পর প্রাথমিক পর্যায়ে এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১১ জানুয়ারি। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মশালায় যোগদানের শংসাপত্রের মতো নথি পাঠানো আবশ্যক।