সকাল সাড়ে ছ`টা থেকে বেলা সাড়ে ১২টা।
চাঁদিফাটা রোদ্দুরে রাস্তায় পড়ে রয়েছেন এক বৃদ্ধ। ওই পথ দিয়ে যাতায়াত করেও পাশ কাটিয়ে চলে গিয়েছেন অনেকে। কেউ আবার দূর থেকে দেখেছেন। কিন্তু করোনার আতঙ্কে কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। এমনকি, আসেননি স্থানীয় বাসিন্দারাও। শেষে গ্লাভস জোগাড় করে দু`জন বৃদ্ধকে রাস্তা থেকে তোলেন। মূলত তাঁদের উদ্যোগেই মুরারি মুখোপাধ্যায় নামে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
মঙ্গলবার হাওড়ার লিলুয়ার এম বি রোড এলাকার ঘটনা। পুলিশ জানায়, বালতি কারখানার কর্মী ওই বৃদ্ধ এ দিন সকাল সাড়ে ছ`টা নাগাদ কাজে যোগ দিতে যাওয়ার সময়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁর পরে রাস্তাতেই দীর্ঘ সময় পড়েছিলেন। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বৃদ্ধকে অনেকেই চেনেন। তিনি অকৃতদার, তাঁর কোমরের সমস্যা রয়েছে। এত তথ্য বৃদ্ধের সম্বন্ধে দিয়েছেন স্থানীয়েরাই। কিন্তু চেনা মানুষটিকে দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখেও কেউ এগিয়ে যাননি। পুলিশের টহলদারি ভ্যান এসে ওই বৃদ্ধকে কোনা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করে।