বারবার আমপান দুর্নীতি প্রসঙ্গ টেনে এনে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করে থাকে বিজেপি। এ বার সেই ইস্যুতেই অভিযুক্ত, তৃণমূল থেকে বহিষ্কৃত প্রধানের সঙ্গে একই মঞ্চে দেখা গেল হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা চণ্ডীতলার তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায়কে। আর তাই নিয়েই পোস্টারে, পোস্টারে ছেয়ে গিয়েছে এলাকা। সব কটিতেই বিজেপির নিশানায় জেলা স্তরের তৃণমূল কংগ্রেস।
চণ্ডীতলার গরলগাছায় রাস্তা সংস্কারের সূচনা অনুষ্ঠানে বুধবার হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে ছিলেন আমপান দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল থেকে বহিষ্কৃত প্রধান মনোজ সিংহ। সেই ঘটনাকে উল্লেখ করেই বিজেপির পোস্টার, ‘কী বিচিত্র এই তৃণমূল কংগ্রেস! আমপানের টাকা গরলগাছার প্রধান চুরি করল, চণ্ডীতলার বড় নেতাকে ভাগ দিল, গরলগাছা গ্রাম সভায় চণ্ডীতলার বড় নেতা আর গরলগাছার চোর প্রধান এক হয়ে গেল। এ বার চণ্ডীতলা ও গরলগাছার মানুষ শ্রীরামপুর সাংসদ কল্যাণবাবু, আপনাকে জানায় ধিক্কার!’
নাম না লিখলেও ‘চণ্ডীতলার বড় নেতা’ বলতে সুবীর মুখোপাধ্যায়কেই বোঝানো হয়েছে বলে মত স্থানীয়দের। যাকে নিয়ে আলোচনা, সেই সুবীর মুখোপাধ্যায় বলেছেন, ‘‘পঞ্চায়েতের অনুষ্ঠানে প্রশাসনের লোকজন থাকে। গরলগাছার প্রধান তৃণমূল বহিষ্কৃত হলেও প্রধান পদে রয়েছেন। তাই তিনি ছিলেন। তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক তদন্ত চলছে। চণ্ডীতলার বিধায়ক আর বিডিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।’’
আরও পড়ুন: পরাধীন ভারতে বাণিজ্যিক ভাবে সিরাম বাজারে এনে বাজিমাত করেন এই অন্য নরেন্দ্রনাথ দত্ত
আরও পড়ুন: কংগ্রেসকে নিয়ে ফেব্রুয়ারির শেষ রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ