Advertisement
০১ মে ২০২৪

দিনেদুপুরে বালি ব্রিজ থেকে ‘ঝাঁপ’ কিশোরীর

বালি ব্রিজের মাঝামাঝি পৌঁছেই চালককে রিকশা থামাতে বলে কিশোরী। রিকশা থেকে নেমে কিছুটা পিছনে হেঁটে সে উঠে পড়ে সেতুর রেলিংয়ে। অভিযোগ, পথচলতি মানুষ ও রিকশার চালক কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে গঙ্গায় ‘ঝাঁপ’ দেয় ওই কিশোরী।

গঙ্গায় নিঁখোজ কিশোরীর জুতো ব্যাগ। —নিজস্ব চিত্র।

গঙ্গায় নিঁখোজ কিশোরীর জুতো ব্যাগ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০১৪ ০১:১০
Share: Save:

বালি ব্রিজের মাঝামাঝি পৌঁছেই চালককে রিকশা থামাতে বলে কিশোরী। রিকশা থেকে নেমে কিছুটা পিছনে হেঁটে সে উঠে পড়ে সেতুর রেলিংয়ে। অভিযোগ, পথচলতি মানুষ ও রিকশার চালক কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে গঙ্গায় ‘ঝাঁপ’ দেয় ওই কিশোরী।

বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে জনবহুল বালি ব্রিজে। বেগতিক বুঝে কিশোরীর ব্যাগ ও জুতো ফুটপাথে নামিয়ে চম্পট দেন রিকশাচালক। এরই মধ্যে বাড়ি থেকে কিছু না বলে বেরিয়ে যাওয়া ভাগ্নিকে খুঁজতে অটোয় দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন শেওড়াফুলির দুই যুবক। ব্রিজে জটলা দেখে তাঁরা নামেন। দেখেন ব্যাগ ও জুতো তাঁদের ভাগ্নিরই।

এ দিন রাত পর্যন্ত গঙ্গায় তল্লাশি চালিয়েও বছর চোদ্দোর ওই কিশোরীর খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, মেয়েটির বাড়ি চুঁচূড়ার হরিদ্রাডাঙা গড়েরধারে। চুঁচূড়ারই একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী সে। পুলিশ সূত্রের খবর, গত ২৭ মে ওই কিশোরীর ঘনিষ্ঠ বন্ধু সৌরভ গঙ্গোপাধ্যায় (২৮) বালি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, এ দিন বালি স্টেশন থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল ওই কিশোরী। সেতুর মাঝামাঝি আসতেই রিকশা থেকে নেমে পড়ে সে। পুলিশ জেনেছে, কয়েক দিন আগে সে শেওড়াফুলিতে মামার বাড়ি বেড়াতে এসেছিল। এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ মায়ের কাছে যাওয়ার কথা বলে বেরোয় সে। কিশোরীর পরিজনেরা পুলিশকে জানিয়েছেন, এক বছর ধরে সৌরভের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল মেয়েটির। বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন সৌরভ। কিন্তু দুই পরিবার এখনই বিয়ে দিতে চাননি। এই কারণেই সৌরভ আত্মঘাতী হন বলে অভিযোগ কিশোরীর মায়ের। তিনি বলেন, “মেয়েটা রাজ্য ও জেলা স্তরে ভলিবল খেলত। রেলেও সুযোগ পেয়েছিল। ছেলেটি ওকে প্রতিনিয়ত বিরক্ত করত।”

কিশোরীর পরিবারের অভিযোগ, সৌভের মৃত্যুর পর থেকেই ওই কিশোরীকে মানসিক ভাবে নির্যাতন করছিলেন ওই যুবকের পরিজনেরা। তবে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে সৌরভের পরিবারের তরফে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE