Advertisement
E-Paper

নজর কাড়তে মিশেল ইতিহাস, আধুনিকতার

কোথাও ইতিহাস, কোথাও হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি ফিরিয়ে আনার প্রাণপণ চেষ্টা। কোথাও মন্দির, আবার কোথাও ফেলে দেওয়া জিনিসপত্রই মণ্ডপসজ্জার উপকরণ। হাওড়ার বাগনান এ বার মাততে চলেছে বর্ণময় পুজো মণ্ডপের সমাহারে, কয়েকদিনের টানা বৃষ্টির পরে এখন মণ্ডপ মণ্ডপে চলছে কারিগরদের দিনরাতের তৎপরতা।

সুব্রত জানা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৬
—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

কোথাও ইতিহাস, কোথাও হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি ফিরিয়ে আনার প্রাণপণ চেষ্টা। কোথাও মন্দির, আবার কোথাও ফেলে দেওয়া জিনিসপত্রই মণ্ডপসজ্জার উপকরণ। হাওড়ার বাগনান এ বার মাততে চলেছে বর্ণময় পুজো মণ্ডপের সমাহারে, কয়েকদিনের টানা বৃষ্টির পরে এখন মণ্ডপ মণ্ডপে চলছে কারিগরদের দিনরাতের তৎপরতা। বৃষ্টির জন্য যে কয়েকদিন কাজের ঘাটতি হয়েছে তা পূরণ করে পুজোর আগেই মণ্ডপ তৈরির কাজ শেষ করতে হবে না?

হাওড়া জেলার বাগনান একমাত্র মফস্সল শহর, যেখানে পুজো দেখতে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও হুগলি এবং দুই মেদিনীপুর থেকে দর্শনার্থী আসেন। শুধু নজরকাড়া নয়, সংখ্যার বিচারেও পুজো অনেক বেশি।

উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে রয়েছে খালোড় দক্ষিণপল্লি, বাঁটুল ক্লাব, বাঁটুল প্রগতী সংঘ, খালোড় শিশু সংঘ, বাগনান জাতীয় সংঘ, খালোড় মহাপ্রভূ সংঘের মত পুজো, খালোড় দক্ষিণপল্লির এবারের পুজোর থিম হল আলোয় ফেরা, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, দেশের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে মডেল ও ছবির মাধ্যমে। তৈরি হয়েছে একটি বিশাল মানচিত্র। তাতে রয়েছে একশো মনিষীর ছবি, জাতীয় পতাকার আদলে মণ্ডপ।

মাঠের মধ্যে যেন দাঁড়িয়ে আছে কামাক্ষা মন্দির। এইভাবেই মণ্ডপ তৈরি করেছে খালোড় মহাপ্রভূ সংঘ। প্রতিমা সাবেক ধাঁচের। খালোড় শিশু সংঘের এবারের থিম হল বিবর্তন। সেই আদিম কাল থেকে আধুনিক সময় পর্যন্ত মানব সভ্যতার বিবর্তন কীভাবে হয়েছে তার প্রতি আগ্রহ মানুষের অসীম। সেই আগ্রহ দর্শনার্থীরা অনেকটাই মেটাতে পারবেন এ বারে শিশু সংঘের মণ্ডপে এসে। আলোকসজ্জা ও প্রতিমা আকর্ষণীয় হবে বলেই উদ্যোক্তারা দাবি করেছেন। বেড়াবেড়িয়া মিলন সংঘের এ বারের থিম হল পুরাতনে নতুন। বাউল, একতারা, রনপা এসব হারিয়ে যাচ্ছে আধুনিক সমাজ থেকে। সেগুলিকেই ফের নতুন করে সাজিয়ে মানুষের সামনে তুলে ধরছে মিলন সংঘ। দৈনন্দিন ব্যবহার্য বহু জিনিস ব্যবহারের পরে আমরা ফেলে দিই। বাঁটুল ক্লাব সে সব দিয়েই মণ্ডপ তৈরি করছে। যার মধ্যে রয়েছে আমড়ার আঁটি, খড়, কলাগাছের ছোবড়া প্রভৃতি। প্রতিমা তৈরিতে বৈশিষ্ট্য হল দুর্গার দশটি রূপই দর্শনার্থীরা দেখতে পাবেন। বাঁটুল প্রগতী সংঘের পুজোর থিম হল ছোটা ভিম। জনপ্রিয় এই টেলিভিশন সিরিয়ালের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে। বাগনানের অন্যতম পুরোন সর্বজনীন দুর্গাপুজো হল বাগনান (উত্তর) ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো। নিজস্ব পাকা দুর্গামন্দিরে এই পুজো হয়। পুজো উপলক্ষে পুরো স্টেশন চত্বর সাজানো হয় আলোকমালায়। উদ্যোক্তাদের দাবি, এই পুজো এবারে পড়ল ৯২ বছরে। ঐতিহ্যই তাঁদের পুজোর সম্পদ বলেও দাবি করলেন তাঁরা। বাগনান জাতীয় সংঘের মণ্ডপের আদল বুদ্ধমন্দির। এ ছাড়াও বাগনান টাউন ক্লাব, বাগনান মুক্তদলের পুজোও দর্শনার্থীদের টানতে প্রস্তুত হচ্ছে জোরকদমে।

pujo subrata jana bagnan southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy