শেষ হল পাঁচ দিনের ডোমজুড় বিজ্ঞান মেলা। এ বার মেলা দ্বিতীয় বছরে পড়ল। যৌথ আয়োজক ছিল ডোমজুড় দিশা এবং বিজ্ঞান মেলা কমিটি। মেলাটি হয় ঝাঁপড়দহ ডিউক ইনস্টিটিউশন প্রাঙ্গনে। আয়োজকদের পক্ষে ঝাঁপড়দহ ডিউক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামসুন্দর দত্ত জানান, এ বার মোট ৫৬টি মডেল প্রদর্শিত হয়েছে। ‘সৌরজগৎ সম্পর্কে নতুন ধারণা’ বিষয়ে আলোচনা করেন জ্যোতিবিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি। চাষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। এছাড়াও ছিল ভেজাল খাবার চেনার উপায়, একটি বোমা লক্ষ প্রাণ-সহ বেশ কয়েকটি আকর্ষণীয় আলোচনা সভা। বাদ্যযন্ত্র পরিবেশন করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমির পড়ুয়ারা। ছিল প্রতিবন্ধীদের জিমন্যাসস্টিক। এ বার আয়োজকদের পক্ষ থেকে ‘হাওড়া জ্যোতি’ পুরস্কার দেওয়া হয় শিক্ষাবিদ সন্তোষ কুমার দাসকে। সংবর্ধনা দেওয়া হয় কমনওয়েলথ ভারোত্তলনে পদকজয়ী জ্যোতি মালকে।