ভাঙনের মুখে এসে দাঁড়িয়েই ছিল মতুয়া মহাসঙ্ঘ। বুধবার সেই ভাঙন চূড়ান্ত হল। মতুয়াবাড়ির বড়মা বীণাপাণিদেবী সঙ্ঘাধিপতি হিসাবে প্রয়াত সাংসদ কপিলকৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতাবালার নাম মনোনীত করলেন। গত ৬ নভেম্বর গাইঘাটার ঠাকুরনগরে ওই ঠাকুরবাড়ির নাটমঞ্চ থেকেই ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণের নাম সঙ্ঘাধিপতি পদে ঘোষণা করেছিলেন বড়মা। মতুয়াদের ইতিহাসে দুই সঙ্ঘাধিপতি এই প্রথম।
ক্ষুব্ধ মঞ্জুল বলেন, “আমাদের পরিবারে মেয়েদের সঙ্ঘাধিপতি হওয়ার প্রথা নেই।” অন্য দিকে মমতাবালার বক্তব্য, “ভক্তরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি আগে জানতামই না, সঙ্ঘাধিপতি হব।”
এখন প্রশ্ন, বৌদি-দেওরের এই বিবাদে মতুয়া ভোটেও কি ফাটল ধরবে? তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিন ধরে মতুয়াদের উন্নয়নে তাদের পাশে থেকেছেন। মতুয়াবাড়ির পারিবারিক বিভাজন তৃণমূলের ভোটব্যাঙ্কে চিড় ধরাবে। তবে তৃণমূল নেতৃত্বের জেলা নেতৃত্বের একটি প্রভাবশালী অংশ মনে করে, মতুয়াদের বড় অংশ মমতাবালার পাশেই আছে।