বিদ্যুতের বর্ধিত মাসুল প্রত্যাহার, রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনে গ্রাহকদের প্রতিনিধি রাখা-সহ ৬টি দাবিতে ভিক্টোরিয়া হাউসের সামনে শনিবার থেকে অনির্দিষ্ট কালের অনশনে বসবেন ‘বিদ্যুৎ মাসুল বৃদ্ধি বিরোধী গণ-আন্দোলন’-এর সংগঠকরা। যদিও তার জন্য প্রয়োজনীয় লালবাজারের অনুমতি মঙ্গলবার পর্যন্ত মেলেনি। উদ্যোক্তাদের তরফে প্রসেনজিৎ বসু এ দিন জানান, অনুমতি না মিললেও তাঁরা ওই কর্মসূচি থেকে সরবেন না। তিনি বলেন, ‘‘আমরা লিখিত ভাবে অনুমতির আবেদন করেছি। কিন্তু কলকাতা পুলিশ যে অনুমতি দিচ্ছে না, তা মৌখিক ভাবে জানিয়েছে। আমরা পুলিশ কর্তৃপক্ষকে লিখিত ভাবে তা জানাতে বলেছি। কিন্তু পুলিশ তা জানাচ্ছে না। ৬ এবং ৭ জুলাই পুলিশের অনুমতি না পেয়েও ভিক্টোরিয়া হাউসের সামনে অবস্থান করেছিলাম। এ বারও সে ভাবেই ওখানে অনশনে বসব।’’