Advertisement
১১ মে ২০২৪
Corona

Nabadwip: পুজোর বাকি ৪ মাস, বায়না হচ্ছে না দুর্গা প্রতিমার, করোনা-কাঁটায় বিদ্ধ মৃৎ-শিল্পীরা

করোনা পরিস্থিতির জেরে বিধিনিষেধ চলতে থাকলে গত বছরের মতো এ বারও লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নবদ্বীপ শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১০:৫২
Share: Save:

পুজোর বাকি মাত্র মাস চারেক। তবে এখনও দুর্গার মূর্তি গড়ার বরাত পাননি নবদ্বীপের মৃৎশিল্পীরা। করোনা পরিস্থিতির জেরে বিধিনিষেধ চলতে থাকলে গত বছরের মতো এ বারও লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।

করোনার সংক্রমণ রুখতে রাজ্য জুড়েই বিধিনিষেধ চলছে। অন্যান্য ক্ষেত্রের মতো এর প্রভাব পড়েছে নদিয়া জেলার নবদ্বীপের মৃৎশিল্পেও। আগামী অক্টোবরে দুর্গা পুজোর আগে সমস্ত প্রস্তুতি সারা হয়ে গেলেও ক্রেতা পাচ্ছেন মৃৎশিল্পীরা। স্থানীয় এক মৃৎশিল্পী বলেন, “অনেক আশা নিয়ে দুর্গা প্রতিমা তৈরির সরঞ্জাম কিনেছি। কিন্তু, এ রকম লকডাউন পরিস্থিতি থাকলে গত বছরের মতো এ বছরও হয়তো লোকসানের মুখে পড়তে হবে।’’

গত বছরও দুরাবস্থায় কেটেছে নবদ্বীপের বহু মৃৎশিল্পীর। সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন চলাকালীন বন্ধ ছিল সমস্ত কলকারখানা থেকে শুরু করা নানা ক্ষেত্র। করোনার প্রকোপে বন্ধ ছিল রাজ্যের বিভিন্ন পুজোও। এমনকি, পুজোর অনুষ্ঠান করা নিয়ে কলকাতা হাই কোর্ট পর্যন্ত জল গড়িয়েছিল। যার জেরে গত বার বহু বিধিনিষেধ মেনে পুজোর আয়োজন করতে হয়েছিল উদ্যোক্তাদের। তাতে মৃৎশিল্পে ভাঁটা পড়েছিল। চলতি বছরে প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছে। লোকসানের হাত থেকে বাঁচতে এ বার সরকারি সাহায্যের আবেদন করছেন মৃৎশিল্পীরা। এ নিয়ে সরকারি উদাসীনতার দাবি করেছেন শিল্পীদের একাংশ। তাঁদের আবেদন, সরকার যেন তাঁদের সমস্যার দিকে নজর দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE