বিজেপি বিধায়করা পুরভোটে লড়তে চাইলে তাঁকে জানাতে হবে। তিনিই দলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভার নৌশার আলি কক্ষে পরিষদীয় দলের সদস্যদের নিয়ে বৈঠক করেন তিনি।
সব ঠিকঠাক চললে ডিসেম্বর মাসের ১৯ তারিখ বা তার আশেপাশে কলকাতা, হাওড়া ও বিধাননগর পুরসভার নির্বাচন হবে। এই তিন পুর এলাকায় অবশ্য বিজেপি-র কোনও বিধায়ক নেই। কিন্তু তিন পুরভোট মিটে গেলেই হতে পারে রাজ্যের বাকি শতাধিক পুরসভার নির্বাচন। সেই ভোটে বিধায়করা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে দল অবশ্যই তাঁদের সুযোগ দেবার কথা ভাববে, এমনই বার্তা দিলেন শুভেন্দু। প্রার্থী হতে ইচ্ছুক হলে বিজেপি-র দলীয় পদ্ধতি মেনে আবেদন করতে বলা হয়েছে বিধানসভার বিরোধী দলনেতার কাছে।